পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোট (Panchayat Election) যত এগিয়ে আসছে ততই বাড়ছে অশান্তির আগুন। এবার পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা। পূর্ব মেদিনীপুরের (West Midnapore) পটাশপুরে মেরে বিজেপি (BJP) কর্মীর চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। 


রবিবার স্থানীয় বাজার এলাকায় দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূলের লোকজন হামলা করে বলে অভিযোগ। প্রথমে তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, স্থানান্তর করা হয়, কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথ্যালমোলজিতে। এই বিজেপি কর্মীর দৃষ্টিশক্তি ফিরবে কিনা, এখনই সেই বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। 


এদিকে, পূর্ব মেদিনীপুরের তমলুকে কি পঞ্চায়েত ভোটকে সামনে রেখে এক ছাতার তলায় সিপিএম ও বিজেপি? একই দেওয়ালে দুই দলের প্রার্থীদের নাম দেখে জোরালো হচ্ছে জল্পনা। যদিও প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় সিপিএম ও বিজেপি নেতৃত্ব। রাম-বাম-কংগ্রেস এক, পাল্টা বক্তব্য তৃণমূলের। 


পঞ্চায়েত ভোটে রাজ্যের বিরোধী দলের অভিযোগ একাধিক এলাকায় বিজেপি প্রার্থীদের ওপর হামলা। কোথাও সিপিএম প্রার্থীদের বাড়িতে বোমাবাজি। কোথাও আবার আক্রান্ত ISF প্রার্থী। পঞ্চায়েত ভোটের আগে, বেলাগাম সন্ত্রাস। সবকটা ঘটনাতেই অভিযোগ তৃণমূলের দিকে। যদিও নিজেদের ওপর থেকে দায় ঝেড়ে ফেলেছে শাসকদল।


গ্রাম বাংলার ভোটের আগে বঙ্গে অবিরাম সন্ত্রাস। দিকে দিকে আক্রান্ত বিরোধী প্রার্থী ও বিরোধী দলের নেতা-কর্মীরা। কার্যত সবকটা ঘটনাতেই কাঠগড়ায় শাসকদল। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের বিজেপি প্রার্থী কাকলি পাত্র এবং তাঁর স্বামী ও ছেলেকে বাঁশ দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দাঁতনের জেনকাপুরে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের ঘটনাতেও অভিযুক্ত শাসকদল। 


প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই মেলেনি। পুকুর থেকে তুলে ফের মারা হয় বলে অভিযোগ। শেষমেষ, প্রাণভয়ে দৌড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে পড়েন বিজেপি প্রার্থী। চন্দ্রকোণায় বিজেপি প্রার্থীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। 


পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের ওপর হামলার অভিয়োগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। উত্তর ২৪ পরগনার গোপালনগরে বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁচাতে গেলে, তাঁর মাকেও মারধর করা হয় বলে দাবি। 


শুধু বিজেপি নয়, আক্রান্ত বাম প্রার্থী ও কর্মীরাও। পূর্ব বর্ধমানের জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএমের প্রার্থী হয়েছেন সুশান্ত মণ্ডল। তাঁর স্ত্রী দেবিকা দেবনাথ লড়ছেন ১৩৯ নম্বর বুথে। তাঁদের বাড়িতেও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দম্পতির অভিযোগ, শনিবার গভীর রাত তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। 


দেওয়াল লিখন চলাকালীন, সিপিএমের প্রার্থী ও কর্মীদের ওপর প্রায় জনা চল্লিশেক তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ। লাঠি, রড দিয়ে চলে বেধড়ক মারধর। এই ঘটনায় ই-মেল করে রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বামেরা। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন