সৌভিক মজুমদার, কলকাতা : পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে হাইকোর্টে আজ একগুচ্ছ মামলার শুনানি। শুধু পঞ্চায়েত ভোট নিয়েই শুনানি রয়েছে অন্তত ৪০টি মামলার। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও রায় দেবে আদালত। 


প্রসঙ্গত, 'খুব দুঃখের বিষয় যে ফল ঘোষণার পরে অশান্তি আটকাতে পারছে না রাজ্য সরকার, রাজ্য সরকার যদি তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের! জয়ী প্রার্থী-সহ সবাইকে মনে রাখতে হবে, তাঁদের ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর', ১২ জুলাই পর্যবেক্ষণে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির বেঞ্চ। 


গ্রাম বাংলার নির্বাচন আয়োজন ঘিরে কখনও কলকাতা হাইকোর্টে, তো কখনও সুপ্রিমকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission)। মনোনয়নের শেষদিনে দক্ষিণ ২৪ ভাঙড়েই প্রাণ যায় তিনজনের। সেদিনও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে, আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু, আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না। আমাদের প্রাথমিক মত আপনারা (নির্বাচন কমিশন) আমাদের নির্দেশকে কার্যকর না করার মত পরিস্থিতি তৈরি করেছেন।


গত ২১-শে জুন ISF-এর করা একটি মামলায়, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে একের পর এক প্রশ্নবানে বিদ্ধ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। তিনি জানতে চান, নির্বাচন প্রক্রিয়া কি চলছে? নির্বাচন কমিশনার কি আছেন? রাজ্যপাল তাঁর (রাজীব সিন্হা) জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন শুনলাম? এরপর বিচারপতি অমৃতা সিন্হা আরও বলেন, পঞ্চায়েত ভোটের নামে এসব কী হচ্ছে জানি না!


পঞ্চায়েত ভোটে বেলাগামা হিংসার একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, আদালতের নজরদারিতে এই মামলা চলছে। নির্বাচনী প্রক্রিয়ার ওপর নজর রাখছে আদালত। তাই এটা বলাই বাহুল্য যে এখনও পর্যন্ত যা যা হয়েছে, সেগুলি এই মামলার ওপর নির্ভরশীল। জয়ী প্রার্থী-সহ সবাইকে এটা মনে রাখতে হবে যে, এই মামলার ভবিষ্যতের ওপরে তাদের ভাগ্য নির্ভর করবে। সেই মামলা সহ একাধিক মামলার রায় আজ। তাই পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের ভাগ্য কোনদিকে গড়াবে, তাও আজ স্থির হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


আরও পড়ুন- বিতর্কে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভুরি ভুরি বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial