পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মহার্ঘভাতার দাবিতে (DA Protests) একটানা আন্দোলন কলকাতায়। অন্য দিকে, চাকরির দাবিতেও ধর্না-অবস্থান চলছে (SSC Case)। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সকলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) সেই রেশই ধরে রাখতে চাইছে বিজেপি (BJP)। তার জন্য মহার্ঘভাতা নিয়ে আন্দোলনে নামা সরকারি কর্মচারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী হিসেবে দাঁড় করানোর চিন্তাভাবনা করছে তারা (Bankura News)।
DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী করার কথা ভাবছে বিজেপি
দিন ক্ষণ ঘোষণা না হলেও, আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছে। সব দলই সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তারই কৌশল হিসেবে DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের প্রার্থী করার কথা ভাবছে বিজেপি। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের তরফে অন্তত তেমনই ভাবনা-চিন্তা রয়েছে বলে মিলছে খবর।
সোমবার বাঁকুড়া শহরের একটি হোটেলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি-র সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে বিষয়টি উত্থাপন করা হয়েছি বলে জানা গিয়েছে। বাঁকুড়া জেলায় বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্ধ মণ্ডলের নেতৃত্বে বৈঠক হয় সোমবার। দলের সকলের কাছে তিনি বিষয়টি তুলে ধরেছেন বলে জেলা বিজেপি সূত্রে খবর। এ নিয়ে যদিও বিজেপি-কে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বাঁকুড়ায় তৃণমূলের সাংগঠনিক জেলা সহ-সভাপতি শিবাজি বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, শুরু থেকেই উস্কানি দিয়ে আসছে বিজেপি। সবকিছুই ভোটবাক্সের স্বার্থে।
চলতি বছরেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কোনও পক্ষ নিজেদের সাফল্য ধরে রাখতে আগাম প্রস্তুতি শুরু করেছে। অন্য কোনও পক্ষ আবার সাফল্য পেতে কোনও খামতি রাখছে না। ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলার পঞ্চায়েতে গেরুয়া ঝড় বইবে বলে আশায় বুক বাঁধছে বিজেপি।
প্রার্থিতালিকায় বড় চমক আনছেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব
সেই লক্ষ্য় নিয়েই, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারাতে প্রার্থিতালিকায় বড় চমক আনছেন বাঁকুড়া জেলা বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকায় DA আন্দোলনকারী এবং চাকরিপ্রার্থীদের রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ নিয়ে বিশেষ রাখঢাকও নেই গেরুয়া শিবিরে। বিষয়টি যে আলোচনার স্তরে রয়েছে, বৈঠক শেষে তা জানিয়েও দেন বাঁকুড়া জেলায় বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্ধ মণ্ডল।