Panchayat Elections 2023 Live Updates: তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম
WB Panchayat Polls Live: জেনে নিন নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট।
কাটোয়ায় তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল দেড় কেজি বোমার মশলা ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল প্রার্থীর স্বামীকে। যদিও ধৃত তৃণমূল নেতা দাবি করেছেন, বোমার মশলা নয়, বাড়ি থেকে উদ্ধার হয়েছে মাছের খাবার। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
মুর্শিদাবাদে সিপিএমের মিছিলে হামলা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ সিপিএমের। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
২২ কোম্পানির পর এবার শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বকেয়া ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও রাজ্য নির্বাচন কমিশনকে কিছু জানায়নি অমিত শাহর মন্ত্রক। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
পঞ্চায়েত ভোটের প্রচার পর্বেও সন্ত্রাসের অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম প্রার্থীর মাথা। অন্যদিকে, মনোনয়ন তুলে না নেওয়ায়, আদিবাসী মহিলা প্রার্থীকে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে বীরভূমে! দুটি ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
তৃণমূলের টিকিট না মেলায় বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিদায়ী প্রধান। কয়েকমাস আগে দক্ষিণ ২৪ পরগনার নেতড়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রধানকে সরিয়ে নন্দিতা ঘোষকে প্রধান করে তৃণমূল। সেই তিনিই বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস অব্যাহত। নির্বাচনী প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই।
ডায়মন্ড হারবারে দুই বাম প্রার্থীকে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ। রাজ্য নির্বাচন কমিশনকে স্বাধীন দল গঠন করে তদন্তের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিদ্ধি কালীনগর পঞ্চায়েতে ১৩ টি আসনের মধ্যে ১২ টিতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
ঝাড়গ্রামের টুঙ্গাধোয়া গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় সাঁকরাইল থানার ওসি-র। ভাইরাল ভিডিও ট্যুইট করে তৃণমূল ও পুলিশ আক্রমণ শানিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও পুলিশের দাবি, গন্ডগোলের খবর পেয়ে গ্রামে গেলে ওই বিজেপি প্রার্থীই ওসি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।
'তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। বিজেপি-তে যারা দুর্নীতি করে তাদের বড় বড় পদ দেওয়া হয়। পঞ্চায়েতে নির্বাচনের একমাসের মধ্যে 'দিল্লি চলো' ডাক দেওয়া হবে', ঘোষণা অভিষেকের।
'১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না। বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি', মালবাজারের জনসভায় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কপ্টার থেকে নামতে গিয়ে মুখ্যমন্ত্রীর চোট, কটাক্ষ সুকান্ত মজুমদারেরে। বললেন, "ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয়", কটাক্ষ সুকান্তর।
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটায় গুলি। দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে জখম আরও ৭ তৃণমূল কর্মী। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতাল ও এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
দিনহাটাকাণ্ডে রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।
কোচবিহারে তৃণমূলকর্মী খুন, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ। দিনহাটায় তৃণমূলকর্মী খুন, অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর । 'বিএসএফকে বলব নিরপেক্ষভাবে কাজ করতে। মোদি আজ আছেন কাল নেই, আপনাদের তো সীমান্ত রক্ষা করতে হবে। আজকেও সীমান্তে গুলিতে একজনের মৃত্যু হয়েছে, অ্যাকশন নেওয়া হবে', জলপাইগুড়ির মালবাজারের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের অব্যাহত অস্বস্তি। ফের একবার মালদার মালিয়াচকে ঘাসফুল শিবিরে ভাঙন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন প্রায় ৫০০ কর্মী-সমর্থক।
'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন ?'হাঁসখালির জনসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়।' তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে'।'বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না'। 'অচ্ছে দিনের গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বিজেপি'। ' আপনাদের টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদি, মেহুল চোকসিরা'।'তৃণমূল কথা দিয়ে কথা রাখে'।
দুর্যোগের মধ্যে মুখ্য়মন্ত্রীর কপ্টার। জলপাইগুড়ি থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। বৈকণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ। বাগডোগরার দিকে না গিয়ে সেবকে জরুরি অবতরণ কপ্টারের। সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার
ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে দলীয় প্রচারে গিয়ে ক্ষোভের মুখে শতাব্দী রায়। জলের অভাব, মিলছে না বার্ধক্য ভাতা, অভিযোগ গ্রামবাসীদের। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। বীরভূমে নিজের কেন্দ্রে সিউড়ি ও খয়রাশোলেও ক্ষোভের মুখে পড়েন শতাব্দী রায়।
পঞ্চায়েত ভোটের আগে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটল। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল কেন্দ্র। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যে বিস্তর চিঠি-চাপাটি চলেছে। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায়, কীভাবে কাজে লাগানো হবে, তা জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য নির্বাচন কমিশন জানায়, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এরপরই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বলে কমিশনকে চিঠি দিয়ে জানায় কেন্দ্র।
পঞ্চায়েত ভোটের আগে এবার দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি। অবস্থার অবনতি হওয়ায় ওই বাম কর্মীকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, তৃণমূলকেই ভোট দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছিল সিপিএম কর্মী শেখ খইরুলকে। কাকে ভোট দেবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় বলায়, তৃণমূল কর্মী শেখ বাপি বাম কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, নোদাখালি থানায় অভিযোগ দায়ের । তৃণমূলের দাবি, এটা পারিবারিক বিবাদ, রাজনীতির সম্পর্ক নেই
দুপুরে বোমাবাজি, বিকালে গুলির অভিযোগ। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড-শো-র আগে, পঞ্চায়েত ভোটের মুখে ফের আতঙ্ক ফিরল মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকলের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমের কর্মিসভার পর মিছিল। সিপিএমের অভিযোগ, সেই মিছিলে হামলা চালায় তৃণমূল। যদিও, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, সিপিএমের লোকজনই হামলা করেছে। গুলি করার পাশাপাশি বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এই ঘটনায় তাঁদের চার জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের স্থানান্তরিত করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ডোমকলের ঘটনায় ৮ জন সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
দলের চাপে মনোনয়ন প্রত্যাহারের পর, এবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের গাড়িতে আগুন। দল টিকিট না দিলেও মনোনয়ন জমা দিয়েছিলেন চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য আবদুল আলিম। পরে দলের চাপে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। গতকাল তাঁর গাড়িতে আগুন লেগে যায়। তৃণমূল নেতা দুষকৃতীদের দিকে আঙুল তুললেও রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তাঁর দল। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ তা স্পষ্ট করেনি।
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই দিনহাটায় গুলি। দিনহাটার গীতালদহে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। বাবু হক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। গুলিতে জখম আরও ৬ তৃণমূল কর্মী। যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতাল ও এমজেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। কাঁটাতারহীন ধরলা নদী পেরিয়ে এসে বাংলাদেশের দুষ্কৃতীদের আক্রমণ ? ইঙ্গিত পুলিশ সূত্রে।
পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে বোমা উদ্ধারের ঘটনা। সোমবারও রাজ্যের তিন জেলা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের চাপানউতোর। তিনটি ঘটনাতেই পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি। ৯ই জুন, মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে কংগ্রেস। এরপর, ১৫ই জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভাঙড়ে খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা ও ২ তৃণমূল কর্মী রশিদ মোল্লা ও রাজু নস্কর। ওইদিনই, মুর্শিদাবাদের নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ১৭ জুন, কোচবিহারের দিনহাটায়, বিজেপি প্রার্থীর দেওর শম্ভু দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরি মেরে খুন করা হয়। ওইদিনই মালদার সুজাপুরে পিটিয়ে মারা হয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোস্তাফা শেখকে। ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে গুলি চলে। গুলিবিদ্ধ হন ২১ বছরের সিপিএম কর্মী মনসুর আলম। ২১ জুন তাঁর মৃত্যু হয়। পরের দিন ২২ জুন, পুরুলিয়ায় রেলশহর আদ্রায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের টাউন সভাপতি ধনঞ্জয় চৌবেকে। ২৪ জুন, মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দুষকৃতী আলিম বিশ্বাসের। এই তালিকায় এবার জুড়ল কোচবিহারের দিনহাটা। গীতালদহে বাংলাদেশ সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মী বাবু হকের।
বিজেপি-র পতাকা খুলে ড্রেনে ফেলে দেওয়া নিয়ে বিতর্ক। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, উত্তেজনা বীরভূমের সিউড়ির কুলেরা গ্রামে।
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের ! বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোকে মারধর। সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের। বিজেপি প্রার্থী আপত্তিকর শব্দ ব্যবহার করায় বচসায় জড়িয়ে পড়েন ওসি, দাবি পুলিশ সূত্রের।
পঞ্চায়েতের প্রাক্কালে রক্তাক্ত মুর্শিদাবাদ। সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ডোমকল, ৪ জন গুলিবিদ্ধ ! সিপিএমের মিছিল থেকে হামলা, গুলি চলার অভিযোগ তৃণমূলের। গ্রেফতার ৮ সিপিএম কর্মী।
পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে বেলাগাম সন্ত্রাস। ফের একজনের মৃত্যু। ফের অশান্ত কোচবিহারের দিনহাটা । তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ। ঘটনায় ৬ জন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে দাবি। তাঁদের মধ্যে ১ তৃণমূলকর্মীর মৃত্যু। জখমদের মধ্যে ৪ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি, বাকি ২ জনকে এমজেএন মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। গোটা ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
মুর্শিদাবাদের ডোমকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-র দিনেই বহরমপুরের টেক্সটাইল মোড়ে পাল্টা সভা ডেকেছেন হুমায়ুন কবীর। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলকে মুর্শিদাবাদে ২০ থেকে ২-এ নামিয়ে আনার হুঙ্কার দিয়েছেন ভরতপুরের বিধায়ক।
আজ নদিয়া থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় বাদকুল্লায় তাঁর নির্বাচনী সভা । এরপর মুর্শিদাবাদের ডোমকলে রোড শো করবেন তিনি। গতকাল দুপুর ও বিকেলে ডোমকলে বোমা বিস্ফোরণ ও গুলি চলায় আজ থমথমে এলাকা । এই অশান্তির আবহেই আজ ডোমকলে অভিষেকের নির্বাচনী প্রচার ।
দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ার চেষ্টা করছি। আর বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস মহাঘোঁট তৈরি করেছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের বাম-বিজেপি ও কংগ্রেসের আঁতাঁতের অভিযোগে সরব হলেন তৃণমূল নেত্রী। বাংলায় কার জন্য শক্তিশালী হল বিজেপি? পাল্টা প্রশ্ন তুলে তৃণমূলকে বিঁধেছে বাম ও কংগ্রেস।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাাগাতার অশান্তি। এবার ভোট প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। অন্য়দিকে, রাজ্য় নির্বাচন কমিশনারের নিয়োগকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরও এক আইনজীবী।
পঞ্চায়েত ভোট ঘিরে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ, চলল গুলি! সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ডোমকল, ৪জন গুলিবিদ্ধ! সিপিএমের মিছিল থেকে হামলা, গুলি চলার অভিযোগ তৃণমূলের
তৃণমূলের গোষ্ঠীকোন্দলেই গুলি, পাল্টা দাবি সিপিএমের । আজ অভিষেকের রোড শো, তার আগে ফের উত্তপ্ত ডোমকল
প্রেক্ষাপট
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শোয়ের আগে ফের উত্তপ্ত ডোমকল। সিপিএম (CPIM)-তৃণমূল (TMc) সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ কর্মী, দাবি তৃণমূলের। শাসকেরই দ্বন্দ্ব, দাবি বামেদের।
পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) বাকি ১২ দিন। এখনও চলছে কেন্দ্র-কমিশন পত্রযুদ্ধ। ৩১৫ কোম্পানি কোথায় ব্যবহার, জানতে চেয়ে চিঠি কেন্দ্রের। বাকি বাহিনী কোথায়, পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
এখনও বাকি কেন্দ্রীয় বাহিনীর অপেক্ষায় বাংলা। সবচেয়ে বেশি ২৬ কোম্পানি মুর্শিদাবাদে মোতায়েন করতে চায় কমিশন (State Election Commission)। তালিকায় তারপরেই বাঁকুড়া।
দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। ভেঙে দেব, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
ঘোঁট ও ঘোটালা আপনি করেন, মমতাকে পাল্টা অধীর। বিজেপির সঙ্গে কার বোঝাপড়া, মানুষ জানে, মন্তব্য শমীকের। মানুষ পাশে নেই তৃণমূলের, প্রতিক্রিয়া রাহুলের।
কোচবিহারে নিশীথকে আক্রমণ মমতার। সংবিধান বহির্ভূত ভাষা মুখ্যমন্ত্রীর, পাল্টা নিশীথ।
কোচবিহারের সভা থেকে বিএসএফকে (BSF) আক্রমণ মুখ্যমন্ত্রীর। ভিত্তিহীন অভিযোগ, কাউকে ভয় দেখানো হয় না, কড়া বিবৃতি বিএসএফের।
কাউকে চুরি করতে দেব না। পঞ্চায়েতকে এবার আলাদা গুরুত্ব দিচ্ছি, কাউকে দুঃখ দিলে ক্ষমা চাইছি, কোচবিহারে বললেন মমতা। ১০ বছর ধরে চুরি করেছেন, পাল্টা শুভেন্দু।
দলীয় পতাকা লাগিয়ে চোখ হারালেন বিজেপি (BJP) কর্মী। পটাশপুরে রড দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত শাসকদল। অস্বীকার তৃণমূলের।
তৃণমূলে আরও বাড়ল হুমায়ুন-অস্বস্তি। এবার দলীয় নেতৃত্বকেই চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -