রঞ্জিত সাউ, রাজারহাট: পঞ্চায়েত (Panchayat) অফিসে সালিশি সভায় ডেকে সপাটে চড়, দাদাগিরির অভিযোগ উঠল রাজারহাটের (Rajarhat) পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) উপপ্রধানের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানাতে গেলে হয়রানিরও অভিযোগ উঠেছে। 


অভিযোগকারীর দাবি, থানার সামনে দলবল নিয়ে তাঁকে ঘিরে হুমকি দেন তৃণমূল উপপ্রধান টুটুন গাজি। অভিযোগকারীর দাবি, জমি-বিবাদের মীমাংসার জন্য গতকাল তাঁদের দুই ভাইকে পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত অফিসে সালিশি সভায় ডাকা হয়। 


অভিযোগ, বিষয়টি আদালতে বিচারাধীন জানানোয় ক্ষিপ্ত হয়ে তাঁকে চড় মারেন তৃণমূল উপপ্রধান টুটুন গাজি। এই নিয়ে নালিশ জানাতে গেলে রাজারহাট থানা ও টেকনোসিটি থানার মধ্যে টানাপোড়েন চলে। এর মধ্যেই থানার সামনে চড়াও হয়ে তৃণমূল উপপ্রধানের দলবল হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। তৃণমূল উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।