রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রণক্ষেত্র মুর্শিদাবাদের ডোমকল ( Domkal Murshidabad ) । সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কার্যত খণ্ডযুদ্ধে জড়াল শাসক-বিরোধী দু’পক্ষ। শেষপর্যন্ত উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে।
রণক্ষেত্র ডোমকল
মনোনয়ন-অশান্তির মাঝএ উত্তপ্ত ডোমকলে তৃণমূল অঞ্চল সভাপতির কাছ থেকে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র। কোমরে গোঁজা ছিল আগ্নেয়াস্ত্রটি! সারাংপুর অঞ্চলের তৃণমূল সভাপতি বাসির মোল্লার কাছ থেকে সেই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। সেসময় ডোমকল বিডিও অফিস ঘিরে ছিল তৃণমূলের সশস্ত্র বাহিনী! সকাল থেকেই মুর্শিদাবাদের ডোমকলে সিপিএম-কংগ্রেসকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে মারপিট, ধস্তাধস্তি, বাঁশ-লাঠি নিয়ে ধাওয়া কিছুই বাদ ছিল না। দফায় দফায় উত্তেজনা যুদ্ধ ক্ষেত্রের চেহারা নেয় ডোমকল বিডিও অফিস চত্বর। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন বাম-কংগ্রেস কর্মীরা। পরিস্থিতে সামাল দিতে নামানো হয় র্যাফ, কমব্যাট ফোর্স।
আঠারোর ভোট-অশান্তির ছবি ফিরতে চলেছে তেইশে?
৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট। গ্রামবাংলার ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে একের পর এক হিংসার ঘটনায় উঠে আসছে একটাই প্রশ্ন, আসন্ন পঞ্চায়েত ভোটে কি অশান্তির এপিসেন্টার হতে চলেছে মুর্শিদাবাদ? আঠারোর ভোট-অশান্তির ছবি ফিরতে চলেছে তেইশে? উত্তর দেবে সময়।
দিকে দিকে অশান্তি
শুধু ডোমকল নয়, রাজ্যের জায়গায় জায়গায় উঠল মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরে মনোনয়ন ঘিরে অশান্তি। বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির বিষ্ণুপুর
গ্রামীণ মণ্ডল ১-এর সভাপতি তপন মাজুরির নেতৃত্বে এদিন ৫০ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যান। বিডিও অফিসে ঢোকার আগেই তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।
বীরভূমের লাভপুরে মনোনয়ন জমা দিতে আসার সময়, বিজেপি কর্মীদের মারধর, মণ্ডল সহ সভাপতির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। লাভপুরের জামনা অঞ্চলের বিজেপির মণ্ডল সহ সভাপতি সোমনাথ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও ২ বিজেপি কর্মী আহত।
মনোনয়ন ঘিরে আসানসোলের বারাবনিতে উত্তেজনা। তৃণমূল ও সিপিএম কর্মীদের সংঘর্ষ। বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসার সময় দুই দলের সংঘর্ষ বাধে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূল ও সিপিএম। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেতুগ্রাম ১ নম্বর ব্লকেও মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম। লাঠিসোটা নিয়ে সিপিএম প্রার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৩ সিপিএম প্রার্থী। আহতদের কেতুগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।