সুজিত মণ্ডল, নদিয়া: এবার নদিয়ার (Nadia) ফুলিয়ায় পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান। সঙ্গে পাঠানো হয়েছে তুলসি গাছ, গীতা, ধূপকাঠি, মিষ্টি। বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে তৃণমূল। ভয় দেখাতে এইসব করা হচ্ছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। 


প্রার্থীর বাড়িতে পাঠানো হল সাদা থান: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিনক্ষণ ঘোষণা হতেই দিকে দিকে অশান্তির ছবি। মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি, হিংসার ঘটনা উঠে এসেছে। মনোনয়নপর্ব মিটে যাওয়ারও পরও সেই অশান্তি ছিল অব্য়াহত। আর এই আবহে রাজ্য রাজনীতিতে ফের উঠে এসেছে সাদা থান। ফুলিয়া টাউনশিপ ২৮ নম্বর আসনে বিজেপি প্রার্থী চঞ্চল চক্রবর্তী। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে এইগুলি রেখে গিয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ নির্বাচনে দাঁড়ানোর পর শাসক দলের পক্ষ থেকে ঠিকমতো প্রচার করতে দেওয়া হয়নি। আর এবার বাড়ির সামনে সাদা থান সহ তুলসি গাছ, গীতা, ধূপকাঠি, মিষ্টি রেখে যাওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর।


আগামীকাল গ্রামবাংলার ভোটযুদ্ধ। কিন্তু তার আগে জেলায় জেলায় চরমে উঠছে রাজনৈতিক চাপানউতোরের পারদ। গতকাল উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির দরজায় সামনে মিলল রজনীগন্ধার মালা জড়ানো ৩টি বোমা ও সাদা থান। অভিযোগ, কয়েকদিন ধরেই বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী আশিস মণ্ডলকে হুমকি দেওয়া হচ্ছিল। নেপথ্যে তৃণমূলের সন্ত্রাসের রাজনীতিকেই দায়ী করছে গেরুয়া শিবির।


রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের আগে ফের বোমা উদ্ধার। এবার লালগোলার আইয়ারমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক কন্টেইনার বোমা উদ্ধার হল। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গতকালই মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। রাত পোহলেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। ভোটের আগের দিন প্রায় ২০০ টি তাজা বোম উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। ধ-গ্রাম এলাকায় মাঠে বেশ কয়েকটি প্লাস্টিকের জারিকেনে তাজা বোমাগুলো রাখা ছিল। খবর দেওয়া হয়েছে সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে।                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?