Panchayat Poll 2023 : জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ, আদালতে রাজ্য নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবিতে, গোড়া থেকেই সরব বিরোধীরা। মঙ্গলবার সেই দাবিতে কার্যত সিলমোহর দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রাজ্যে পঞ্চায়েত ভোটে পর্যবেক্ষক নিয়োগ নিয়ে সংঘাত। জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগে অসন্তোষ প্রকাশ করে আদালতে গেল রাজ্য নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
পঞ্চায়েত ভোটের মনোনয়নের আরও ১ দিন বাকি! অথচ হাওড়ার জগৎবল্লভপুরে বিডিও অফিসে মনোনয়ন জমা দিয়েই, উল্লাসে মাতলেন তৃণমূল কর্মীদের একাংশ। ঠিক যে ছবি দেখা গিয়েছিল বজবজে। সেই ছবিই ফিরে এল হাওড়ার জগৎবল্লভপুরেও! স্বাভাবিকভাবেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই পেয়েছিলেন। এ বার জেলা পরিষদ আসনে কাজল শেখকে প্রার্থী করল তৃণমূল। যিনি আবার অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত। যদিও এদিন অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেন কাজল শেখ।
বগটুইয়ের স্বজনহারা পরিবারের এক সদস্য আগেই পদ্মের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। এবার নিহত আরও দুই বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা প্রার্থী হলেন পঞ্চায়েত ভোটে। ময়নায় নিহত বিজেপি কর্মীর স্ত্রী ও ইলামবাজারে নিহত বিজেপি কর্মীর বাবা বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
পঞ্চায়েত ভোটের মুখে পুরুলিয়ায় তৃণমূলে ভাঙন। ঝালদায় অনুগামীদের নিয়ে, শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ব্লক সহ সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
'সিভিক ভলান্টিয়ারদের জন্য পুলিশের উর্দি তৈরি করা হচ্ছে', ভাঙড়কাণ্ড প্রকাশ্যে আসার পরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর ।
বিডিও অফিসের সামনে পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার। ভাঙড়ে কীভাবে পুলিশের উর্দিতে সিভিক ভলান্টিয়ার?
কেন পুলিশের উর্দিতে ভাঙড়ে সিভিক ভলান্টিয়ার? মাঝেমধ্যে পরি, এবিপি আনন্দ-র প্রশ্নের মুখে আজব সাফাই! এবিপি আনন্দ-র ক্যামেরা দেখেই লুকোনোর চেষ্টা সিভিকের! অশান্ত ভাঙড়ে কী করছেন? প্রশ্নের মুখে ট্রাফিক সামলানোর সাফাই! কেউ পুলিশের উর্দিতে, কারও মুখে আবার ভাঙড়ে ট্রাফিক সামলানোর সাফাই!
৩৪ আসনের কোচবিহার জেলা পরিষদের সবকটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করল জেলা তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকায ঠাঁই হল না জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি উমাকান্ত বর্মনের। তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা হয়নি জেলা পরিষদের বিদায়ী সহ সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ারও। প্রাক্তন মন্ত্রী ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান, রবীন্দ্রনাথ ঘোষের ছেলে পঙ্কজ ঘোষেরও নাম বাদ পড়েছে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে।
মনোনয়নে 'বাধা', বসিরহাট থেকে বাসে রাজ্য নির্বাচন কমিশনে। রাজ্য নির্বাচন কমিশনের সামনে অবস্থানে অভিযোগকারী বিজেপি প্রার্থীরা। মনোনয়নে 'বাধা', রাজ্য নির্বাচন কমিশনের দুয়ারে বিজেপির বিক্ষোভ।
পঞ্চায়েত নির্বাচনের আঁচ এসে পড়ল কলকাতাতেও। নির্বাচন কমিশনের দফতরে বিজেপি কর্মীরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা উপস্থিতি। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।
আজও অশান্ত ভাঙড়। তার মধ্যেই হঠাৎ নবান্নে নৌশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে পৌঁছলেন। ISF বিধায়কদের মনোনয়নপত্র জমা দিতে বাধা কেন, এই প্রশ্ন নিয়েই নৌশাদ নবান্নে বলে জানা যাচ্ছে।
কমিশনের অতিরিক্ত দায়িত্বে এলেন সঞ্জয় বনশল। এখন তিনি সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতরের সচিব।
গতকাল থেকে তাঁকে রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্তি দায়িত্ব দেওয়া হল। আজ দফায় দফায় কমিশনারের সঙ্গে বৈঠকও করেন তিনি।
বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল। ইন্দাসে যাওয়ার পথে তৃণমূল কর্মীরা বিজেপি সাংসদের পথ আটকায়।
রাস্তার ওপর বসে পড়ে সৌমিত্র খাঁর গাড়ি আটকে দেন মহিলারা। সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়।
অবরোধের মুখে গাড়ি ঘুরিয়ে সোনামুখীর দিকে চলে যান সৌমিত্র খাঁ।
রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। রুমালে মুখ ঢেকে ডান্ডা হাতে ISF-কে ঠান্ডা করতে রাস্তায় নেমেছেন তারা। মুখে মুখে ঘুরছে অ্যাকশনের কথা। প্রকাশ্যেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা।
আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিনাখাঁ বিডিও অফিসের সামনে লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের সরিয়ে দিল পুলিশ।
ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বিডিও অফিসের দিকে মিছিল করে যায় কয়েকশ বিজেপি কর্মী।
পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরাও। পুলিশ মিছিল আটকালে শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। মনোনয়ন জমা দিতে বেরিয়ে দুষ্কৃতী হামলার আশঙ্কায় রাস্তা অবরোধ তৃণমূলের। আর তা নিয়ে চড়ছে পারদ। ক্যানিং এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শৈবাল লাহিড়ির নেতৃত্বে আজ মনোনয়জন জমা কর্মসূচি রয়েছে শাসক শিবিরের।
ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন'। আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুন্ধুমারকাণ্ডের পর, আজও দুষ্কৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর।
মনোনয়ন জমা দেওয়ার সময় হামলার অভিযোগ মিনাখাঁয়। আদালতের দ্বারস্থ সিপিএম, অন্তত তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ । নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ সিপিএম। ভাঙড়ে আইএসএফ এর ওপর হামলার অভিযোগ, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ। দুপুর ২ টায় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি।
ক্যানিং-এ মনোনয়ন ঘিরে অশান্তি, তৃণমূল কর্মী-সমর্থকদের জমায়েত হঠাল পুলিশ
পঞ্চায়েত ভোটের মুখে ফের অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ায় হানা দিয়ে একটি পাইপগান, একটি সেভেন এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দু'রাউন্ড কার্তুজ উদ্ধার। গ্রেফতার ১।
মনোনয়ন চলাকালীন বাঁকুড়ার ইন্দাসে ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক। গাড়িতে থাকা ৮ জন আটক। গন্ডগোল পাকাতে লুকিয়ে আনা হবে বোমা, খবর ছিল আগেই, দাবি পুলিশের।
মনোনয়নের পঞ্চম দিনে ভয়ে ভাঙড় থমথমে। তৃণমূল প্রার্থীদের মনোনয়নে সুরক্ষা ঢালের ভূমিকা নিলেন আরাবুল। মনোনয়ন শুরুর আগেই বিডিও অফিসে হাজির প্রার্থীদের নিয়ে।
পঞ্চায়েত ভোটের মুখে আবার অস্ত্র উদ্ধার মালদায়। রতুয়ার নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মালদারই ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে।
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নবজোয়ারের আগেই ভাঙড়ে অশান্তির জোয়ার! বিডিও অফিসের অদূরে, বিজয়গঞ্জ বাজারে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। ২০ সেকেন্ডেরও কম সময়ে শোনা গেল পরপর ৬টা বোমার শব্দ!
মনোনয়ন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ভাঙড়। পুলিশের সামনেই ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা। অভিযোগ উঠল গুলি চলারও।রক্ত ঝরল পুলিশ অফিসারের। তৃণমূল ও ISF-এর মধ্য়ে দিনভর তুমুল সংঘর্ষ।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়েও মনোনয়ন ঘিরে ঝরল রক্ত। বিডিও অফিস চত্বরেই লাঠি, পাইপ নিয়ে চলল মারধর। মুখ ফাটল বিজেপির মণ্ডল সভাপতির। মাথা ফাটল বিজেপির মহিলা প্রার্থীর! পরের বার এরম করলে আবার মারব, হুঁশিয়ারি দিয়েছেন ক্য়ানিংয়ের তৃণমূল বিধায়কের।
কাকদ্বীপের পর মুর্শিদাবাদেও প্রতিরোধ। রানিনগরে একজোট হয়ে মনোনয়ন জমা দিল বিজেপি, সিপিএম, ও কংগ্রেস।বাঁশের মাথায় দলীয় পতাকা বেঁধে মনোনয়ন জমা দিতে গেলেন ৩ বিরোধী দলের প্রার্থীরা।
প্রেক্ষাপট
কলকাতা : কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হবে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) । নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court ) । আপাতত স্পর্শকাতর জেলাগুলিতে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে, তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে কেন্দ্র। নির্দেশ দিল আদালত। দেখে নিন পঞ্চায়েতের Top News এক নজরে।
জোর ধাক্কা কমিশন-রাজ্যের : হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের, বিরোধীদের দাবিতেই মান্যতা। শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে পঞ্চায়েত। কেন্দ্রের সঙ্গে রাজ্যকে আলোচনার নির্দেশ।
'গাইডলাইন মেনে সিভিক' : সিভিক ভলান্টিয়ার ব্যবহারে মানতে হবে গাইডলাইন। ভোটকর্মীদের সুরক্ষা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। বুথে হয় সিসি ক্যামেরা, নয় ভিডিওগ্রাফির নির্দেশ।
'কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত' : পঞ্চায়েতের মনোনয়নের সময়সীমায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। সিদ্ধান্তের ভার কমিশনের উপরেই ছাড়ল আদালত। বহাল ভোটের জন্য ৯ জুনের বিজ্ঞপ্তি।
ভয় ফিরল ভাঙড়ে : মনোনয়ন ঘিরে ফের রণক্ষেত্র ভাঙড়। পুলিশের সামনেই গুলি-বোমা! আইএসএফ প্রার্থী-সহ গুলিবিদ্ধ ২।
গাড়িতে তাজা বোমা : দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়! গাড়িতেই মিলল তাজা বোমা! তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। একের পর এক গাড়ি ভাঙচুর।
ব্যাটলফিল্ড ভাঙড় : পঞ্চায়েতের মনোনয়ন নয়, যেন যুদ্ধক্ষেত্র! বোমা-গুলির লড়াইয়ে রণক্ষেত্র ভাঙড়। মাঠের একদিকে তৃণমূল, আরেক প্রান্তে আইএসএফ। (বাইট-বোমা আছে)
নবজোয়ারের আগেই মুক্তাঞ্চল : অভিষেক-আসার আগেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ।
প্রার্থীকে লাথি পুলিশের : উড়ে আসা বোতলের ঘায়ে রক্ত ঝরল পুলিশেরও। মনোনয়ন দিতে আসা আইএসএফ প্রার্থীদের লাঠির ঘা পুলিশের। মারা হল লাথিও।
আবার আরাবুল : শান্তির বার্তাই সার! এবিপি আনন্দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন আরাবুল।
ক্যানিংয়ে ঝরল রক্ত : মনোনয়ন ঘিরে উত্তপ্ত ক্যানিং। বিডিও অফিসের ভিতরেই হামলা। মুখ ফাটল বিজেপি নেতার! মনোনয়ন না দিয়েই ফিরতে হল প্রার্থীদের!
টিকিট-লড়াইয়ে গুলি : পঞ্চায়েতের টিকিট নিয়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াইয়ে এবার দিনহাটায় চলল গুলি!
মনোনয়ন প্রত্যাহারে হামলা : ১৮-র আতঙ্ক ২৩শেও। বীরভূম মনোনয়ন প্রত্যাহারে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। বারাসাতে আইএসএফ প্রার্থীকে ধাওয়া করল দুষ্কৃতীরা।
প্রতিরোধে 'একজোট' : নিষেধাজ্ঞা উড়িয়ে রানিনগরে বাইক র্যালি। তৃণমূলের সঙ্গে বিরোধীদেরও টক্কর। হামলা রুখতে এক মিছিলে বাম-কংগ্রেস-বিজেপি।
মনোনয়নে শুভেন্দুর হুঙ্কার : ১১৬ জন বিজেপি প্রার্থীকে নিয়ে শুভেন্দুর নেতৃত্বে মনোনয়ন জমা দিল বিজেপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -