হুগলি: পান্ডুয়ার সমবায় ভোটে বামেদের জোট। এই সমবায় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেল বামেরা। খাতাই খুলতে পারল না তৃণমূল। ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম সমর্থিত প্রার্থীদের জয়। ১২টি আসনের মধ্যে ১২টিতেই জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। একটি আসনেই জিততে পারলেন না তৃণমূল সমর্থিত প্রার্থীরা।  সমবায় ভোটে প্রার্থী দিতেই পারেনি বিজেপি। 


১২ আসনের ইটাচুনা মান্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট আসন সংখ্যা বারোটি। তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। শনিবার বাকি ১১টি আসনে ভোটাভুটি হয়। ভোটের ফল বেরোতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা ১১ টি আসনেই জয়লাভ করেছে।  


ফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা। উল্লেখ্য, রাজ্যে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। গত পঞ্চায়েত নির্বাচনে পান্ডুয়ায় তুলনামূলক ভাল ফল করেছিল বামেরা।     


আরও পড়ুন, 'ইসলামিক দেশ বানাতে চাইছেন মমতা', ফিরহাদকে তুলোধনা, ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোর বার্তা


অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আজ কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট হচ্ছে। ১০৮টি আসনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। প্রতিটি বুথে সিসি ক্য়ামেরা বসানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কাঁথি সমবায় ব্য়াঙ্কে শেষ ভোট হয়েছিল ২০১৫-য়। তখন চেয়ারম্য়ান হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী। কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত।তার আগে ২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। ভেঙে দেওয়া হয় কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি। মামলা চলছিল বলে, এতদিন পর্যন্ত স্থগিত ছিল সমবায় নির্বাচন।                                                    



শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি সেটিং? নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে তৃণমূল-বিজেপি সমঝোতা? ৫০টির মধ্যে ৩২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। ভোটের খরচ বাঁচানোর জন্যই সিদ্ধান্ত, দাবি দু'দলের নেতৃত্বের। এবার সেটিং তত্ত্ব প্রকাশ্যে, কটাক্ষ সিপিএমের।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে