সমীরণ পাল, পানিহাটি: বাঘাযতীনের পর এবার পানিহাটি ভাঙল নির্মীয়মাণ বহুতলের একাংশ। পানিহাটির মহাজাতি নগরে নির্মাণের সময় বহুতলে বিপত্তি ঘটে। অল্পের জন্য রক্ষা পেলেন পথচারীরা।
বাঘাযতীনের ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিল্ডিং তৈরির ১২ বছরের মধ্যে হেলে পড়েছে চারতলা ফ্ল্যাটবাড়ি। সব সঞ্চয় দিয়ে কেনা ফ্ল্যাট হারিয়ে মাথায় হাত বাসিন্দাদের। আর এরইমধ্যে ফের ভেঙে পড়ল বহুতল। বাঘাযতীনের পর এবার পানিহাটিতে ভেঙে পড়ল নির্মীয়মান বিল্ডিংয়ের একাংশ l পানিহাটি পুরসভার 8 নং ওয়ার্ড মহাজাতি নগর এলাকায় একটি বহুতল আবাসন নির্মাণের কাজ চলছিল l সেই সময় গতকাল বহুতলের সামনের একটি অংশ ভেঙে পরে অল্পের জন্য আজ প্রাণ বাঁচে পথচলতি মানুষের l খবর পেয়ে ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশ আসে l পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় ছুটে আসে কাজ বন্ধ করে দেয় l
বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি এলাকায় রয়েছে শুভ নামের এই অ্যাপার্টমেন্ট। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর পৌনে ৩টে নাগাদ প্রচণ্ড শব্দে অ্যাপার্টমেন্টের একাংশ ভেঙে পড়ে। হেলে যাওয়া বহুতল সোজা করতে গিয়েই বিপর্যয় নেমে আসে। আর বাঘাযতীনে চারতলা আবাসনের দশা একেবারে শিকড় সমেত উপড়ে যাওয়া বটগাছের মতো। কার্যত গোড়া থেকে উপড়ে গিয়েছে বিল্ডিং। হেলে গিয়ে পড়েছে পাশের পরিত্যক্ত একটা একতলা বাড়ির ওপর। দুটো বাড়িতেই কেউ না থাকায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি। অভিযোগ, প্রায় ১১ বছর আগে তৈরি এই অ্যাপার্টমেন্ট জলাভূমি বুজিয়ে তৈরি হয়েছিল। ৩ তলার অনুমতি থাকলেও তা বাড়িয়ে করা হয় চারতলা। ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের দাবি, খরচ করে ফ্ল্যাট কেনার পর তাঁরা বহুতলের প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে জানতে পারেন। তাঁদের দাবি, সম্প্রতি প্রোমোটার হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে হেলে যাওয়া ফ্ল্যাট সোজা করার কাজ শুরু করেন। আর এই কাজ করানোর জন্য অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের থেকে ফের টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার দুদিন পর গতকাল বকখালি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রোমোটারকে।
এদিন সকাল থেকে বাঘাযতীনে হেলে পড়া বহুতলের বাকি অংশ ভাঙার কাজ চলছে। হাইড্রোলিক ল্য়াডারের সাহায্য়ে কাজ করছেন পুরসভার কর্মী এবং দমকল কর্মীরা। পাশাপাশি বহুতলের ভিতর থেকে আবাসিকদের জিনিসপত্র বাইরে বার করে আনার কাজ চলছে। বহুতল বিপর্যয়ের ঘটনায় অভিযুক্ত প্রোমোটার গ্রেফতার হলেও খুশি নন ঘরছাড়া মানুষগুলো।
আরও পড়ুন: Saline Controversy:'রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই ব্যবহার করতে চাপ দেয় ওপর মহল,' বিস্ফোরক চিকিৎসক