নয়া দিল্লি: মকর সংক্রান্তিতে পুণ্যস্নানের লক্ষ্যে প্রয়াগরাজে মহা কুম্ভে মানুষের ভিড় উপচে পড়েছিল। প্রায় দেড়কোটি পুণ্যার্থী গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন। এই জনসমুদ্রেই ভাইরাল হয়েছেন মোনালিসা। না ইনি লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা নন। ইনি ইন্দৌরের রমণী।
কিন্তু ভাইরাল কেন? ভিডিওর সঙ্গে এই প্রশ্নই এখন ঘুরছে সোশাল মিডিয়ায়। মহাকুম্ভে তিনি মালা বিক্রি করছিলেন। আচমকাই এক ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দি হন তিনি। এরপরই জনপ্রিয়। মহাকুম্ভে যাওয়া বহু পুরুষই চোখ ফেরাতে পারছেন না মোনালিসার থেকে, এমনটাই জানা গিয়েছে সোশাল মিডিয়া সূত্রেই।
পৌষ পূর্ণিমার প্রথমদিনে পুণ্যস্নানে প্রয়াগরাজে ভিড় জমিয়েছিলেন ৫০ লক্ষেরও বেশি। এরই মধ্যে এক চিত্রগ্রাহকের নজরে আসে একটি মেয়ে। কাঁধে বিশাল এক ঝোলা, হাতে এত এত মালা। কোনওটি রুদ্রাক্ষের, কোনওটি পুঁতির, আরও হরেক রকমের। তবে চোখ দুটি বেশ নজরকাড়া। শ্যাম বর্ণ হলেও চোখ যেন চুম্বক। হাসিটিতেও অদ্ভুত যেন মায়া লেগে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহাকুম্ভের এই মোনালিসাকে নিয়ে পুরুষদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সোশাল মিডিয়াতেও তাঁকে নিয়ে কৌতুহল অনেকটাই। অনেকেই জিজ্ঞেস করেছে তিনি বিবাহিত কি না। বিয়ে করতে চাইলে কাকে করবেন ইত্যাদি।
যদিও এই ভিডিও নিয়ে অনেকেই ভিন্নমতও পোষণ করেছে। পবিত্র মহাকুম্ভকে এসব প্রশ্ন করে নষ্ট করার অর্থ নেই, এমনটাও কমেন্টে বলেছেন অনেকে।
ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যক্তি মোনালিসাকে জিজ্ঞেস করছেন মেলায় কোনও পুরুষকে তার পছন্দ হয়েছে কি না। বুদ্ধিমতির জবাব, "কেন আমি তাদের কাউকে পছন্দ করব? এরা সবাই আমার ভাই"। এরপরই তিনি সাফ জানিয়ে দেন সে শুধুমাত্র তার বাবা-মা তার জন্য বেছে নেওয়া কাউকেই বিয়ে করবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে