সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: পানিহাটি উপনির্বাচন (Panihati By Poll 2022 ) শুরু হতেই সাংবাদিক ( Journalist )প্রবেশে বাধা। নিজস্ব পরিচয় পত্র থাকা সত্ত্বেও পানিহাটি উপনির্বাচন কেন্দ্রের বুথ চত্বরে ঢুকতে বাধা দেওয়া হল সাংবাদিকদের।জানা গিয়েছে, পানিহাটির বিবেকানন্দ পল্লিতে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বাধা, দাবি পুলিশ কর্মীর (West Bengal Police)। পানিহাটিতে সাংবাদিকদের উদ্দেশ্যে আইসি (IC)এসে বলেন, 'আপনারা ভিতরে ঢুকবেন না।' 'বড় বাবুর অনুমতি নেই' বলে জানানো হল সাংবাদিকদের। কিন্তু কী কারণে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হল, তা নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে।


আরও পড়ুন


ভোট শুরু নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তের কেন্দ্রে, লম্বা লাইন পানিহাটি-ঝালদায়


এদিন নির্দিষ্ট সময় মেনেই উপনির্বাচন শুরু হয়। সকাল থেকেই পড়ে ভোটারদের লম্বা লাইন। এরই মাঝেই ছন্দপতন পানিহাটি ভোট কেন্দ্রে। নিজস্ব পরিচয় পত্র থাকা সত্ত্বেও পানিহাটি উপনির্বাচন কেন্দ্রের বুথ চত্বরে ঢুকতে বাধা দেওয়া হল সাংবাদিকদের।জানা গিয়েছে, পানিহাটির বিবেকানন্দ পল্লিতে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বুথ চত্বরে সাংবাদিকদের ঢুকতে বাধা দেয় পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় বাধা দেওয়া হয় বলে দাবি পুলিশ কর্মীর। পানিহাটি বুথ চত্বরে সাংবাদিকদের উদ্দেশ্যে আইসি এসে বলেন, 'আপনারা ভিতরে ঢুকবেন না।' নিজেদের আচরণবিধি দেখান খড়দা থানার আইসি রাজকুমার সরকার। একইভাবে পানিহাটির বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের বুথ চত্বরেও বাধা দেওয়া হয় সাংবাদিকদের বলে অভিযোগ।


উল্লেখ্য, রবিবার মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। ঝালদার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে। এই মাত্র পাওয়া খবরে,  ইতিমধ্যেই এই খবর পৌঁছেছে রাজ্য নির্বাচন কমিশনে।সংবাদমাধ্যম এই খবর প্রকাশ্যে আনতেই সাংবাদিকদের 'প্রবেশে বাধা' তুলে নেওয়া হয়েছে।