বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: পাঁশকুড়াকাণ্ডে এবার অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। গতকাল হাসপাতালে যান RG কর-কাণ্ডে আন্দোলনকারী, অভয়া মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, প্রাক্তন জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে চিকিৎসক বোধিসত্ত্ব মহাপাত্রর সঙ্গে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের ঘনিষ্ঠতা ছিল। সেই কারণেই হাসপাতালে অভিযুক্তের দাপট ছিল।
বোধিসত্ত্ব মহাপাত্রর বাবা, তমলুকের তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর দাবি, তাঁর ছেলে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছিলেন। তাঁর সঙ্গে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের কোনও সম্পর্ক নেই। রাজনীতি করার জন্যই তাঁদের নাম জড়ানো হচ্ছে। অন্যদিকে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের ধর্ষণের অভিযোগের প্রতিবাদে আগামীকাল পাঁশকুড়া ব্লকে ১২ ঘণ্টার বনধ ডেকেছে SUC.
RG করের ছায়া এবার পাঁশকুড়ায়। সরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের ধর্ষণের অভিযোগ। সূত্রের খবর, ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পাঁশকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অভিযুক্ত ঠিকাদার সংস্থা রিলায়েবল সার্ভিস লিমিটেডকে পাঠানো শোকজের উত্তর জমা পড়েনি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনকে জানানো হবে।
পাশাপাশি, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। ওই দিন কারা হাসপাতালে ডিউটিতে ছিল হাজিরা খাতা মিলিয়ে দেখে তাদের বয়ান সংগ্রহ করা হচ্ছে।গতকাল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বৈঠক হয়। সূত্রের খবর, হাসপাতালে কোন বিভাগে কর্মীর সংখ্যা কম, পরিষেবা এবং নজরদারি বাড়াতে কী করণীয়, তা নিয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট দিতে বলা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রশাসনিক কর্মীদের অভাবের কথা আগে মৌখিকভাবে জানানো হয়েছিল।
গতবছর আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনা ঘিরে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। রাজপথে আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। সেই ঘটনার একবছর পেরোতে না পেরোতেই ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ! মঙ্গলবার পাঁশকুড়ার হাসপাতালে যান আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী, অভয়া মঞ্চের সদস্যরা।