Netaji Birth Anniversary LIVE Updates: রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ

Netaji Jayanti Live: আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। বীর স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে সমগ্র দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।

ABP Ananda Last Updated: 23 Jan 2023 06:25 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী।  "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের...More

Netaji Jayanti Live: নেতাজির জন্মজয়ন্তীতে, সম্মান জানানো নিয়ে চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা

নেতাজির জন্মজয়ন্তীতে, তাঁকে সম্মান জানানো নিয়েও, দিনভর চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা। সেই সঙ্গে লেগে থাকল তৃণমূল এবং বিজেপির তরজাও। এদিন, নাম না করে, কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেসও।