Netaji Birth Anniversary LIVE Updates: রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ
Netaji Jayanti Live: আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। বীর স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে সমগ্র দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।
নেতাজির জন্মজয়ন্তীতে, তাঁকে সম্মান জানানো নিয়েও, দিনভর চলল কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা। সেই সঙ্গে লেগে থাকল তৃণমূল এবং বিজেপির তরজাও। এদিন, নাম না করে, কংগ্রেসকে আক্রমণ করেন নরেন্দ্র মোদি। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেসও।
ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করল RSS। নেতাজিকে শ্রদ্ধা জানান মোহন ভাগবত।
নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে।
ভারত সরকার নেতাজীকে নিয়ে একের পর এক কাজ করেছে। মূর্তি বসেছে। রাজপথের নাম হয়েছে কর্তব্য পথ। এদিকে তৃণমূলের দেশপ্রেম নেই। মূর্তি নিয়েও গণ্ডগোল। নেতাজির জন্মদিনে তৃণমূলকে আক্রমণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের।
সোনারপুরে পৈতৃক ভিটেয় নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্ম দিবস পালন। সকাল থেকেই আসে বহু মানুষ। অনুষ্ঠানে আসার কথা পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর।
আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে। নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর।
"নেতাজিকে আমরা কিছু দিতে পারিনি। নেতাজির পথেই দেশ নির্মাণ করতে হবে। আত্মকেন্দ্রিকতা ভুলে সকলকে একসাথে নিয়ে দেশের জন্য কাজ করতে হবে।" শহীদ মিনার ময়দানে জনসমাবেশে বার্তা মোহন ভাগবতের।
রস আইল্যান্ডের নাম দেওয়া হল নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। হ্যাভলক আর নীল আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে স্বরাজ আর শহিদ দ্বীপ। এই দুটি নামও নেতাজির দেওয়া। কিন্তু স্বাধীনতার পর এই দুটি নামকেও কোনও সম্মান দেওয়া হয়নি। দাবি প্রধানমন্ত্রীর।
'নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনই তুলে দিয়েছেন', নেতাজির জন্মদিবসে কেন্দ্রকে নিশানা মমতার
নেতাজির জন্মদিনে মমতা বলেন, 'নেতাজি চাইতেন কৃষকরা আত্মনির্ভর হোক, তাঁতিরা আত্মনির্ভর হোক। সেই মতো এখন বাংলার সব স্কুলে আমাদের তাঁতিদের তৈরি জামা ব্যবহার করা হচ্ছে।'
"আমরা করেছিলাম স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ এসব অনেকে বলেছেন, আসলে তা নয়। সেই নাম নেতাজিই দিয়েছিলেন", নাম না করে বিজেপিকে আক্রমণ মমতার।
নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মবার্ষিকীতে রেড রোডে শ্রদ্ধাজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন 'সুফল বাংলা'ও শুরু করেন তিনি।
বাংলার মানুষ বিজেপি বা আরএসএস-এর মতাদর্শে বিশ্বাস করে না। এরা অনুষ্ঠান করছে, কিন্তু নেতাজির আদর্শকে পাথেয় করে না। মোদির মন্ত্রিসভায় কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী নেই। এরা ঘৃণার রাজনীতি করে। নেতাজি সবাইকে নিয়ে চলার কথা বলতেন। পাল্টা প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
নেতাজির ১২৭ তম জন্ম দিবসে কলকাতা পুরসভায় উদ্বোধন করা হল নেতাজির একটি বিশেষ ছবি
রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে সেজে উঠেছে রেড রোড। ১২৭ তম জন্মদিনে সেখানে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পরাক্রম দিবসে মোদির বার্তা- 'স্বাধীনতার পর নেতাজির নাম ভোলানোর চেষ্টা করা হয়েছে, গত ৮-৯ বছরে নেতাজিকে নিয়ে অনেক কাজ করা হয়েছে। ২১টি দ্বীপের নতুন নামকরণেও এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা'।
'নেতাজির নাম ভোলানোর চেষ্টা করা হয়েছে, গত ৮-৯ বছরে নেতাজিকে নিয়ে অনেক কাজ করা হয়েছে', দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন ফিরহাদ হাকিমের। আজ চেতলা শান্তি সঙ্ঘে নেতাজির ছবিতে মালা পরান তিনি। সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়দর্শিনি। অংশ নেন প্রভাত ফেরিতেও।
নেতাজির জন্মদিনে, আন্দামান ও নিকোবরের একুশটি অনামী দ্বীপের নাম রাখা হচ্ছে বীর সেনাদের নামে। ভারতীয় সেনাবাহিনীর পরমবীর চক্র পুরষ্কারপ্রাপ্ত ২১ জন সেনার নামে ওই দ্বীপগুলির নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
নেতাজি তো শ্যামাপ্রসাদকে খারিজ করেছিলেন। দেশবনধু চিত্তরঞ্জন দাশও খারিজ করেছিলেন।শ্যামাপ্রসাদ নিজেই মন্ত্রিসভায় ফজলুল হকের প্রসঙ্গে বলেছিলেন আমি হিনদু সাম্প্রদায়িক, উনি মুসলিম সাম্প্রদায়িক। এই ধরনের কথা কি নেতাজি সমর্থন করতেন ? প্রশ্ন সুজন চক্রবর্তীর।
বিজেপির হাতে কোনও আইকন নেই, তাই নেতাজির ভাবধারায় বিশ্বাস না রেখেও. এসব বলে বেড়াচ্ছে, পাল্টা আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর।
আমাদের দেশের স্বাধীনতার মূল স্থপতি ছিলেন নেতাজি। কিন্তু পরবর্তী কোনও সরকারই তাঁকে যথাযোগ্য মর্যাদা দেয়নি। তাঁকে ব্যবহার করেছে। বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী সেই মর্যাদা, সম্মান দিচ্ছেন, দেশের মানুষও সেটা দেখছে। নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে একই সুরে দাবি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর।
আজ নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। এই দিনেও শাসক-বিরোধী তরজা অব্যাহত নেতাজিকে নিয়ে
ময়দানে, শহিদ মিনারের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী পালনের আয়োজন করেছে RSS। নেতাজিকে শ্রদ্ধা জানাবেন মোহন ভাগবত। উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও।
সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে কলকাতা, দিল্লি-সহ দেশ জুড়ে নানা অনুষ্ঠান রয়েছে। বেলা ১২টায় ধর্মতলায় নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজির কন্যা অনিতা বসু পাফও ট্যাবলো-বিতর্কে অসন্তোষ প্রকাশ করেন। শেষপর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নেয় দিল্লির রাজপথে।
নেতাজির জন্মদিন পালনে কলকাতাতেও রয়েছে একাধিক অনুষ্ঠান-কর্মসূচি। তার মধ্যে কলকাতা বিশ্ববদ্যালয়ের ইনস্টিটিউট হলে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আসছেন নেতাজি-কন্যা জার্মানি-নিবাসী অর্থনীতিবিদ অনিতা বসু পাফ
নেতাজির জন্মদিনে খড়গপুর রেল ওয়ার্কশপে ছুটি না দেওয়ায় ক্ষুব্ধ কর্মীরা। পোস্টার দিয়ে প্রতিবাদ আমরা বামপন্থী সংগঠনের তরফে। নেতাজির জন্মদিনে ছুটি বন্ধ করে আবেগ আঘাত দেওয়া হয়েছে বলে দাবি কর্মচারীদের একাংশের। এটা রেলের সিদ্ধান্ত, আমাদের কিছু করার নেই, পাল্টা দাবি খড়গপুর রেল ওয়ার্কশপের চিফ ওয়ার্কস ম্যানেজারের।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে থিম করে তৈরি করা কেন্দ্রীয় পূর্তমন্ত্রকের ট্যাবলো জায়গা করে নিয়েছে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের রাজপথে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ ২৩ জানুয়ারি (23 January), নেতাজি সুভাষ চন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose ) জন্মদিন। দেশজুড়ে আজ পালিত হবে নেতাজির ১২৭ তম জন্মবার্ষিকী। "তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো", ভারতের (India) রাষ্ট্রনায়কের এই উদ্ধৃতি আজও দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে চলেছে।
আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে। গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে এই নামেই। ২০২১ এর শুরুতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানাতে ও দেশের প্রতি তাঁর আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে ভারত সরকার দিনটিকে (২৩ জানুয়ারি) পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করল’।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ জারি করে এও বলা হয়েছে, ‘নেতাজির জন্মদিন বিশেষ ভাবে পালন করার উদ্দেশ্য হল দেশের সাধারণ মানুষকে উৎসাহিত করা। বিশেষ করে দেশের যুব সমাজকে আরও দেশ ও সমাজমুখী করে তোলা ও দেশের প্রতি প্রেম জানানো’।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজীর জন্মদিবসে জাতীয় ছুটি ঘোষণা করতে কেন্দ্র সরকারের কাছে আর্জি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সমগ্র দেশ যাতে এই জাতীয় নায়ককে শ্রদ্ধা নিবেদন করতে পারে এবং যথোচিত মর্যাদায় দেশনায়ক দিবস পালন করতে পারে, সেজন্য কেন্দ্রের কাছে নেতাজীর জন্মদিন দিবসে ছুটি ঘোষণা করতে ফের অনুরোধ জানাচ্ছি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -