হিন্দোল দে, কলকাতা: সপ্তাহের শুরুতে ভয়াবহ ঘটনা শহরে। ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়। পার্ক সার্কাস (Park Circus) বাজারে গুরুতর জখম এক ক্রেতা। কলকাতা (Kolkata) পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। 


ঠিক কী ঘটেছে?


সকাল সোয়া ৮টা নাগাদ পার্ক সার্কাস বাজারে তিনতলার কার্নিসের একাংশ ভেঙে একটি দোকানের ছাউনির ওপর পড়ে ভাঙা অংশ ছিটকে যায়। তাতেই মাথায় চোট পান ওই ক্রেতা। রক্তাক্ত অবস্থায় তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।                                                    


এদিকে, বাজারের বেহাল দশা নিয়ে পুরসভাকে বারবার জানানো সত্ত্বেও সুরাহা মেলেনি বলে ব্যবসায়ীদের অভিযোগ। পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                   


আরও পড়ুন, 'এতটা এপিডেমিক আগে দেখিনি', আক্রান্ত হচ্ছে শিশুরা, সতর্ক করলেন চিকিৎসক অপূর্ব ঘোষ


প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন?                                      


এক বিক্রেতা বলেন, "আমি সকালে দোকান খুলতে এসেছি। প্রথমে ঝাপ তুলেছি দোকানে। সেই সময় সময় বিকট একটা আওয়াজ হয়। আমি ভাবলাম কী হল? দেখি এক ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। রক্তে ভেসে যাচ্ছে। আমি আর দোকান খুলতে পারিনি। তিনতলা থেকে চাঙর খসে পড়ে তারপর দোতলার এক জায়গায় ধাক্কা খেয়ে এরপর টিনে লেগে ওই ভদ্রলোকের মাথায় পড়ে। আমি ভাবছি সরাসরি ওঁর মাথায় পড়লে হয়তো ঘটনাস্থলেই মৃত্যু হতে পারত। পুরসভাকে জানিয়েছি। দিন ১৫ আগে ইনস্পেশনও হয়েছে।" বাজার কমিটির সভাপতিও বলেন যে আমরা আতঙ্কের মধ্যে থাকি। অনেকবার জানিয়েছি পুরসভাকে।