সন্দীপ সরকার, প্রবীর চক্রবর্তী ও সমীরণ পাল, কলকাতা: অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা নিয়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধের পারদ সপ্তমে। সেই আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য়ে দেখা গেছে ছন্দের লড়াইও। অনুব্রতকে নিয়ে ফেসবুকে প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ছড়া কেটে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও।
আসানসোল থেকে কলকাতা...তারপর সেখান থেকে দিল্লি...মঙ্গলবার দোলের দিনভর, শিরোনামে রইল ইডির হেফাজতে অনুব্রত মণ্ডলের দিল্লিযাত্রা। তা নিয়ে দফায় দফায় বাগযুদ্ধে জড়াল শাসক ও বিরোধী শিবির! আর সেই বাগযুদ্ধে নজর কাড়ল দু-পক্ষের কবিতার লড়াই!
অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের আবহেই, এ নিয়ে ফেসবুকে একটি প্য়ারোডি পোস্ট করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ! রুদ্রনীলের প্য়ারোডির পাল্টা ছড়া লিখেছেন কুণাল ঘোষও। ভোটের আগে অনুব্রত মণ্ডলের গুড়-বাতাসা মন্তব্য় একসময় রাজ্য় রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছিল। মঙ্গলবার ইডি যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গেল, তখনই দিল্লিতে গুড়-বাতাসা বিলি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাঁকুড়ার বড়জোড়াতও ঢাক বাজিয়ে নকুল দানা, বাতাসা বিতরণ করে বিজেপি।
'দুয়ারে ভূত' কটাক্ষ রুদ্রনীলের
এর আগেও একাধিকবার কবিতা লিখে বিরোধীদের বিঁধেছেন তিনি। জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি (Didir Doot Campaign)। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল (TMC) নেতা, বিধায়কদের। এবার ফেসবুকে এই গোটা ঘটনারকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
এ দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতা জুড়ে কটাক্ষ করেছেন তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকে। 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা', কবিতায় কটাক্ষ বিজেপি নেতা-অভিনেতার। পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলেও বিদ্রুপ করেন তিনি।
গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও। তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ শোনা গেছে। আর এই আবহে গোটা ঘটনাকে কটাক্ষ করে কবিতা পড়ে ভিডিও পোস্ট করলেন রুদ্রনীল। 'দিদির দূত'-এর 'দুয়ারে ভূত' বলে কটাক্ষ করেছেন তিনি। 'ভূতেদের রানি দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ, ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই বাকি পড়ে নেই কেউ', বিদ্রুপ রুদ্রনীলের।