প্রকাশ সিনহা, কলকাতা : ১৪ মাস ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার নিজের শারীরিক অবস্থার কথা বলে আদালতে জামিন প্রার্থনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়।  জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) । কিন্তু এসএসকেএমের ( SSKM ) চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। 



শিক্ষা নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় একবছর তিন মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান। 


২০২২-এর ২৩ জুলাই। নিয়োগ দুর্নীতির মামলায় তৃণমূলের তৎকালীন মহাসচিব ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সামনে আসে ৫০ কোটি নগদ আর রাশি রাশি অলঙ্কারের সেইসব ছবি! যা গোটা দেশে চাঞ্চল্য় ফেলে দেয়! এর ৬ দিন পরে সাংবাদিক বৈঠক করে, পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হয়। সেই থেকেই তিনি জেলে। 


এর আগে গত সেপ্টেম্বর মাসে  পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত। পার্থর আইনজীবী দাবি করেন, 'পার্থর গ্রেফতারির পর প্রায় দেড়বছর পেরিয়ে গিয়েছে। সিবিআই শুধু বলছে তথ্য সংগ্রহ করা হচ্ছে।' সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, বয়সজনিত সমস্যা রয়েছে তাঁর। সেই সঙ্গে রয়েছে নানারকম শারীরিক অসুস্থতা। এই প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জি করা হয়। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর পাল্টা সওয়াল করেছিলেন 'পার্থর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, মামলায় অনেকে যুক্ত'। ১৭ অক্টোবর হাইকোর্টে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে।                   


কিছুদিন আগে জেলবন্দি থাকাকালীন হাতে আঙটি পরা নিয়ে বিতর্কে জড়ান পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেলের মধ্যে এক কোণায় ছোট্ট টয়লেট থাকলেও স্নান করার ক্ষেত্রে সকল বন্দিদের জন্য কমন শৌচাগারই ব্যবহার করতে হয় তাঁকে।এই পরিস্থিতিতে জেলে ২৪ ঘণ্টার জন্য সহায়ক চেয়ে আবেদন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে তাঁর দাবি, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে।