বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলায় জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সিবিআই-এর মামলা চলছে এখনও । তাই এখনই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোনো সম্ভব নয় ! 


ইডির করা মামলায় পার্থকে জামিন দিলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালীই।  তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য একেবারে সময় বেঁধে দিল শীর্ষ আদালত।  ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। তারপর জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি । তাই আগামী ১ ফেব্রুয়ারির আগে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির আশা ক্ষীণ। পাশপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। 


গত ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর। ইডি মামলায় জামিন মিললেও সিবিআই মামলাও চলছে পাশাপাশি। তাই এখনই পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হয়ে যাবে, এমন সম্ভাবনা নেই।  ইডির মামলায় জেল থেকে রেহাই পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে।


ইডির মামলায় ২৭ মাস ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার জামিনের প্রার্থনা করেছেন , মেলেনি। প্রভাবশালী প্রশ্নে বারবার জামিনের আবেদন নাকচ হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। মানিক ভট্টাচার্য থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, সকলেই এখন জেলের বাইরে। তাই পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ দাবি করে ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান পার্থ । 


গত বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি-মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-আবেদনের শুনানি হয় সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলেও জামিনে মুক্ত। আমার মক্কেল কেন পাবেন না? তাঁকেও জামিন দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট সেদিন তাঁর প্রার্থনা শোনেননি। 'বাকিরা এবং আপনি এক নন। তাই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত।' বলেন বিচারপতি ।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।