অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : অবশেষে অপেক্ষার অবসান। চৌকাঠ পেরিয়ে অবশেষে রাজ্যে শৈত্য প্রবাহ শুরু! বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া । রবিবার পর্যন্ত চলবে এই শৈত্য প্রবাহ । বিশেষত পশ্চিমের জেলাগুলিতে কাঁপুনি দিয়ে পড়তে পারে শীত। শুক্রবার সকালেই তার আন্দাজ মিলল কিছুটা। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রির নিচে নামল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।
শুক্রবার কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। কুয়াশার চাদর সরিয়ে শুরু হল শুক্রবার। আবহাওয়া দফতর জানাচ্ছে, রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। আপাতত ১৫ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৬ শতাংশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। ক্রমশ দুর্বল হবে সিস্টেমটি। তাই তার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তর ভারতে বইছে জেড স্ট্রিম উইন্ড। ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসমে।
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ অনুভূত হবে শুক্রবার। তারপর শনি ও রবিবার আরও নামতে পারে পারদ। শৈত্য প্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে। কলকাতায় ১৫ ডিগ্রির নিচেই থাকবে পারদ। পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের এই স্পেল চলবে রবিবার পর্যন্ত। ১৮ ডিসেম্বর পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে ধোঁয়াশা থাকবে। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল চলবে । তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের।
অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার চাদর আরও ভারি হবে শুক্রবার। দার্জিলিং সহ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি থাকবে কুয়াশার দাপট। তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা বেশ বেশি থাকবে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় প্রয়োজন বাড়তি সতর্কতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।