প্রকাশ সিনহা , কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন হয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবার কি তবে জেলমুক্তি ঘটবে পার্থর?
নিয়োগ সংক্রান্ত ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি, সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থার মামলা করেছিল। ED-র মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। এবার জামিন পেলেন CBI-এর মামলায়। আদালতের নির্দেশে বলা হয়েছে, ইডি-র মামলায় যে শর্তে পার্থ জামিন পেয়ে ছিলেন, সিবিআই মামলাতেও সেই সব শর্তই কার্যকর থাকবে। প্রসঙ্গত, এই নিয়োগ দুর্নীতি মামলায় নীচুতলার বহু কর্মী ও আধিকারিক আগেই জামিন পেয়েছেন। সেই যুক্তি দিয়েই পার্থর জামিনের দাবি আদালতে তোলা হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল। সোমবার জামিনের সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ জামিনের নির্দেশ দেয়। এর আগে গত ২০২৪ সালের ১৩ ডিসেম্বর, সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। ২০২৫ সালের পয়লা ফেব্রুয়ারির মধ্যে তাঁর জেল-মুক্তির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। কিন্তু সিবিআই-এর মামলা বিচারাধীন হওয়ায়, তখন তাঁর জেল মুক্তি সম্ভব হয়নি। তবে এবার শুধুমাত্র গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলাতেই হল জামিন। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির একাধিক মামলা এখনও চলছে। এখনও পার্থর বিরুদ্ধে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন । তাই এখনই মুক্তি মিলছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীর। গ্রুপ D মামলায় অভিযুক্ত হয়ে CBI হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়।
প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন অসুস্থ। বেসরকারি হাসপাতালের ICU-তে আছেন তিনি। গ্রুপ C মামলায় দীর্ঘদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি CBI। তাই সর্বোচ্চ আদালতে সওয়াল করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও।
নিয়োগ-দুর্নীতির তদন্তে ২০২২ সালে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়। গ্রেফতার হন অর্পিতা মুখোপাধ্যায়। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর। সেই থেকে জেলে রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক।