আবীর দত্ত, কলকাতা :  'বিম্ববতী' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজকন্যা বিম্ববতীর প্রতি রানির অসূয়া বোঝাতে লিখেছিলেন, 


  'ঘষিতে লাগিল রানী কনকমুকুর


   বালু দিয়ে-- প্রতিবিম্ব না হইল দূর।


   মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।


   অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' 


রানি যতই সুন্দর সাজে সাজুন না কেন,  বিশেষ ক্ষমতাশালী দর্পনকে যখনই জিগ্যেস করতেন,  ধরামাঝে সব চেয়ে কে আজি রূপসী - ভেসে উঠত 'সতীনের মেয়ে ' বিম্ববতীর প্রতিচ্ছবি। সেই কবিতা থেকেই দুটি লাইন আজ শোনা গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee)  মুখে। যা বর্তমান পরিস্থিতিতে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আদালতে পেশের আগে তুলে আনলেন রবীন্দ্রনাথের লেখা সেই কবিতাই দুইটি লাইন। 'সোনার তরী' কাব্য়গ্রন্থের 'বিম্ববতী' কবিতার ইঙ্গিতপূর্ণ পংক্তি আওড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।  বললেন, ''আমি শুধু একটা কবিতার লাইন বলি 'মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না।  অগ্নি দিল তবুও তো গলিল না সোনা।' ' ‘মসী’ শব্দের অর্থ কালি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালিমালিপ্ত নিজের সঙ্গে কি এই তুলনা টানলেন পার্থ? সেই উত্তর অবশ্য় স্পষ্ট নয়। 


সোমবার, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিন্হা-সহ ৬ জনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। আদালত চত্বরে, সাংবাদিকদের প্রশ্নের মুখে ফের একবার অভিষেকের ভূয়ষী প্রশংসা শোনা যায় পার্থর গলায়। কার প্রতি পার্থর ইঙ্গিত , তা অবশ্য স্পষ্ট করলেন না।


সেই সঙ্গে আগের বারের মতোই ফের অভিষেকের জয়গান প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে। বললেন , 'অভিষেকের ( Abhishek Banerjee )  নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার' আদালতে যাওয়ার পথে মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।  সাম্প্রতিককালে একাধিকবার পার্থ চট্টোপাধ্য়ায়ের মুখে শোনা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের 'ড্রাইভিং ফোর্সে'র নেতা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।


কিন্তু ১১ মাস আগে যখন পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হননি, তখন একটা প্রশ্ন রাজনৈতিক মহলে জোরালভাবে উঠেছিল, তা হল তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা কি দলের ঘোষিত অবস্থান? তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গলায় শোনা গেছিল অন্য় সুর। তারপর অবশ্য পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হয়েছেন। ৯ মাস ধরে কখনও জেলে, কখনও এজেন্সির হেফাজতে! আর এখন তাঁর গলায় নতুন সুর। 'অভিষেক আমাদের ড্রাইভিং ফোর্সের নেতা, আমরা গাইডিং ফোর্সের নেতা। ' 


এদিন, আলিপুর কোর্টে ফের পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ওঠে চোর চোর স্লোগান।          


আরও পড়ুন :


সানস্ক্রিন কি আদৌ রোদের হাত থেকে ত্বককে বাঁচায় ?