কলকাতা: 'নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ, বাড়ির নীচে একটি অফিস বানিয়েছিলেন। সেখান থেকেই পাঠানো হত তালিকা', আদালতে সওয়াল সিবিআইয়ের। এদিন আদালতে জানানো হয়, 'সুবীরেশকে বাড়িতে ডেকেই তালিকা দিতেন পার্থ, এই মামলার ধৃত প্রসন্ন ও প্রদীপ সিংহরা বারবার পার্থর বাড়ি যেত। পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশকে পছন্দসই পদে বসানো হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির পরিকল্পনা, নথি বিকৃতি, নিয়োগ, টাকা আদায়ে যুক্ত', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'আইন ছিল, কিন্তু তা মানা হয়নি, দুটি চার্জশিটে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। পরিকল্পিত ষড়যন্ত্র, সমস্ত প্রমাণ আছে, জামিন দিলে তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে', আদালতে সওয়াল সিবিআইয়ের।


'পার্থর নাকতলার বাড়ি হাই সিকিউরিটি জোন, রেজিস্টারে নাম লিখে ঢুকতে হয়, কোথায় নাম, কোথায় রেজিস্টার ?', পাল্টা সওয়াল করেন পার্থর আইনজীবীর। সুবীরেশ ভট্টাচার্যকে বাড়িতে ডেকে নিয়োগের তালিকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে যেতেন প্রসন্ন রায়, প্রদীপ সিংহরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বিস্ফোরক সওয়াল সিবিআইয়ের। তিনি মন্ত্রী হওয়ার অনেক আগে সুবীরেশ ভট্টাচার্যর নিয়োগ হয়েছিল। আদালতে ইঙ্গিতপূর্ণ সওয়াল করলেন পার্থ চট্টোপাধ্যায়ও।


পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেই কি তৈরি হত নিয়োগের তালিকা? শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এমনই বিস্ফোরক সওয়াল করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাঞ্চল্য়কর দাবি, নাকতলার বাড়িতে বসেই নিয়োগের তালিকা তৈরি করতেন পার্থ চট্টোপাধ্যায় । বাড়ির নীচে একটি অফিস বানিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 


সুবীরেশ ভট্টাচার্যকে বাড়িতে ডেকে তালিকা দিতেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে যেতেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায় ও প্রদীপ সিংহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির পরিকল্পনা, নথি বিকৃতি, নিয়োগ, টাকা আদায়ে যুক্ত পার্থ চট্টোপাধ্যায় । আইন তৈরি হলেও কোনও তা মানা হয়নি। পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশ ভট্টাচার্যকে পছন্দসই পদে বসানো হয়। 


পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে সওয়াল করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ি হাই সিকিউরিটি জোন, রেজিস্টারে সই করতে হয়, কোথায় নাম? কোথায় রেজিস্টার? গত এক বছরে ১১ থেকে ১২ জনের নাম সামনে আনা হয়েছে, তাহলে কি সিবিআই বলতে চায় এই কয়েকজনই দুর্নীতি সংগঠিত করেছেন? 


অন্য়দিকে, আদালতে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ সওয়াল করেন, তিনি মন্ত্রী হওয়ার অনেক আগেই SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যর নিয়োগ হয়  SSC স্বশাসিত সংস্থা, নিয়োগে মন্ত্রীর কোনও ভূমিকা নেই, পুরো প্রক্রিয়া আরএলএসটি ও এসএলএসটি নিয়ন্ত্রণ করে সুবীরেশ ভট্টাচার্যর নিয়োগ নিয়ে আগের শিক্ষামন্ত্রী কোর্টে বল ঠেললেন পার্থ?


জেলে তাঁর একজন সহকারী দেওয়ার জন্য়ও বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি আর্জি জানান, শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে, তাই জেলে যদি একজন সহকারী দেওয়া যায় । বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বলেন, সেটা জেল কর্তৃপক্ষ ঠিক করবেন। এরপরই জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য় বিচারকের কাছে আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়