পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও এক নতুন অভিযোগ।  বেহালায় ডায়মন্ড হারবার রোডের ওপর রাস্তা দখল করে অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের মহাসচিবের উপর। এই ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য ছড়াল বুধবার।


বেহালা পশ্চিমের বিধায়ক তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বেহালার ম্যান্টনে তাঁর একটি জনসংযোগ কার্যালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কাছেই কয়েকমাস আগে তৈরি হয় নতুন ওই অফিস। কাচ ঢাকা অফিস। স্থানীয়দের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় এলেই খোলা হত এই অফিস। 


পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে  সেই অফিসের তালাবন্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ও আসতেন এখানে ! তবে তিনি অফিসে ঢুকতেন না। অপেক্ষা করতেন গাড়িতে। কখনও কখনও নিরাপত্তারক্ষীদের ছাড়াই পার্থ অর্পিতা গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।  






 


অন্যদিকে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ মিছিল আটকে দেয় পুলিশ। তা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যুব মোর্চার কর্মী-সমর্থকরা। ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরেও মিছিল ও পথ অবরোধ করে বিজেপি।