মনোজ বন্দ্যোপাধ্যায় ও আশাবুল হোসেন, কলকাতা: যেখানে এক ব্যক্তিকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উদ্দেশে হুমকি দিতে শোনা যাচ্ছে! আর সেই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় বলে অভিযোগ! প্রাক্তন তৃণমূলকর্মী পরিচয় দেওয়া আকাশ ঘটক নামে এই যুবক দাবি করেছেন, ভাইরাল ক্লিপে যে কথোপকথন শোনা যাচ্ছে, তা ২০১৯ সালের। 


সেদিন ফোনের একপ্রান্তে ছিলেন তিনি। আর অপর প্রান্তে ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দু’জনের মধ্যে কথা হচ্ছিল SSC’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নিয়ে। 


কণ্ঠ ২ - হ্যালো, হ্যাঁ।
আকাশ ঘটক - আকাশ ঘটক বলছিলাম। 
কণ্ঠ ২ - হ্যাঁ, বলুন। 
আকাশ ঘটক - আজকে তো গেছিলাম। তখন তো কথা হল না। আপনি হয়তো ব্যস্ত ছিলেন আজকে। 
কণ্ঠ ২ - কেন কথা হল না? আমি তো ছিলাম বাড়িতে আপনাদের জন্য। 
আকাশ ঘটক - গেছিলাম আমি। সিকিওরিটিকে বলেছি। সিকিওরিটি কিন্তু কোনওরকম কিছু ইয়ে করল না। আপনার ওই একজন ছেলে থাকে, ও কিছু বলল না। পার্থবাবু একটা জিনিস বলছিলাম...
কণ্ঠ ২ - হুঁ
আকাশ ঘটক - ওই SSC’র ছেলেগুলো আমাকে ফোন করেছিল। ওদেরকে একটু ধমক-চমক করছে। ওই যে SSC’র যে অবস্থানটা হচ্ছে না অনশনে! 
কণ্ঠ ২ - হ্যাঁ।
আকাশ ঘটক - তা আগের দিন আমি গেছিলাম, ওনাদের সাথে দেখা করেছিলাম। ঠিক আছে? তো আজকে ওরা ফোন করেছিল। বলল, আকাশদা, একটু ধমক-চমক করছে। আমি বললাম, ঠিক আছে, আমি পার্থবাবুকে জানাচ্ছি। 
কণ্ঠ ২ - হ্যাঁ, তাতে আমি কী করব! আমি বারবার বলেছ... ধমক-চমক কেন, এবার মারও খাবে! 
আকাশ ঘটক - আচ্ছা, আচ্ছা... আচ্ছা...


আকাশের দাবি, সেই সময়ে SSC’র চাকরিপ্রার্থীরা ধর্মতলায় ২৮ দিন অনশন করেছিলেন। আর তিনি তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আকাশ দাবি করেছেন, সেই সংক্রান্ত বিষয়ে ফোন করতেই একদিন তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেন। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় তখন আন্দোলনকারীদের উদ্দেশেই কার্যত হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। 


কণ্ঠ ২ - এরা কলকাতার মধ্যে ওরকমভাবে অন্যায়ভাবে বসে থাকবে, ওটাকে সমর্থন করব? 
আকাশ ঘটক - আচ্ছা, আচ্ছা... আচ্ছা...
কণ্ঠ ২ - আমি ওটাকে কথা দিয়েছি, কমিটি করে দিয়েছি, তারপরও বসে আছে। সবক’টা সিপিএমের লোক। 
আকাশ ঘটক - আচ্ছা, আচ্ছা... আচ্ছা... তাহলে আমি কি ওদের সঙ্গে একটু আপনার আলোচনার টেবিল করব? 
কণ্ঠ ২ - না, না, আমার সঙ্গে আর কোনও আলোচনার দরকার নেই। ওরা যদি না ওঠে, এবার আমি, যারা চাকরি পাবে, তাদের চাকরি আটকে রাখব, গিয়ে মারবে। আমার কিছু করার নেই। 
আকাশ ঘটক - আচ্ছা, ঠিক আছে। 
কণ্ঠ ২ - ওরা বুঝতেই চাইছে না, এসব ইয়ার্কি হচ্ছে? ওখানে পলিটিক্স? নির্বাচনের মুখে?)



ভাইরাল অডিও ক্লিপে, আন্দোলনকারীদের সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য শুনে বিস্মিত সকলেই!