কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (SSC Case) গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। তবুও তৃণমূলের পাশে থাকারই বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। সেই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়। জানালেন, মমতার উপর ১০০ শতাংশ বিশ্বাস রয়েছে তাঁর। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যখন রেড রোডে ধর্নায় মমতা, সেই সময়ই আদালত চত্বরে দাঁড়িয়ে তাঁর প্রশংসা করলেন পার্থ (TMC)।


সংবাদমাধ্যমে মমতার প্রশংসা করলেন পার্থ


বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেই সময় সংবাদমাধ্যমে মমতার প্রশংসা করেন তিনি। ধর্নার প্রসঙ্গ উঠলে বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াই চিরকালই ছিল এবং আমার স্থির বিশ্বাস, যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় শুধুমাত্র ধর্না নয়, তিনি বাংলার হয়ে দীর্ঘদিন লড়াই করা একজন সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য় দেখবেন, বাংলার উন্নয়ন দেখবেন। বাংলার প্রাপ্য় অর্থ তিনি আদায় করেই ছাড়বেন।"


ছাত্রাবস্থাতেই রাজনীতিতে হাতেখড়ি পার্থর। তবে রাজনীতি পেশা হয় মমতার দৌলতেই। কর্পোরেট সংস্থার, মোটা বেতনের চাকরি ছেড়ে মমতার পাশে এসে দাঁড়ান রাজনীতির মঞ্চে। আজও কি তাহলে মমতার উপর অটুট বিশ্বাস পার্থর? পার্থর কথায়, "একদম। হান্ড্রেড পারসেন্ট।"


আরও পড়ুন: Partha Chatterjee: দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, 'হাতে তৈরি', বললেন পার্থ!


গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বাংলায় তৃণমূল সরকারের দু'নম্বর ব্যক্তি ছিলেন পার্থ। মমতার ছায়াসঙ্গী বলা হতো তাঁকে। কিন্তু নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর পরই তাঁর সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের পদ আজও টিকে থাকলেও, পার্থকে ছেঁটে ফেলা হয় এক সপ্তাহের মধ্যেই। 


তার পর থেকে তাপস রায় থেকে কুণাল ঘোষ, তৃণমূলের একাধিক নেতা পার্থর বিরুদ্ধে সরব হয়েছেন প্রকাশ্যে। পার্থকে চিনতে পারেননি বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিমও। দুর্নীতির সঙ্গে আপস নয় বার্তা দিতে গিয়ে পার্থর নাম নিয়েছেন অভিষেকও। তবে মমতা তুলনামূলক অনেকটাই সাবধানী। যে কেউই হোক না কেন, দোষী প্রমাণিত হলে শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে মিডিয়া ট্রায়াল চলছে বলেও মন্তব্য করেন তিনি।


আদালত চত্বরে পার্থকে দেখে জিন্দাবাদ স্লোগান


অন্য দিকে, গ্রেফতারির পর থেকে সমালোচনায় লাগাতার বিদ্ধ হয়েছেন পার্থ। তাঁকে দেখে চোর স্লোগান থেকে, জুতো ছোড়ার ঘটনাও সামনে এসেছে। বৃহস্পতিবার কার্যতই তার উলটপুরাণ দেখা গেল আদালত চত্বরে। এ দিন আদালত চত্বরে পার্থকে দেখে জিন্দাবাদ স্লোগান ওঠে।