কলকাতা: এবার তৃণমূলের (Trinamool Congress) অন্দরেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি উঠল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) ট্যুইট, "অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তাঁকে বহিষ্কার করা উচিত। যদি আমার এই বক্তব্য ভুল হয়, তাহলে দলের পূর্ণ অধিকার রয়েছে, আমাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার। আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে থাকব।'' ট্যুইটে লেখেন কুণাল ঘোষ। কুণাল ঘোষকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের দুই মুখপাত্র বিশ্বজিৎ দেব ও দেবাংশু ভট্টাচার্য।
তৃণমূলের অন্দরেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবি: আবারও টাকার পাহাড়। আবারও সেই একই ছবি। ফের পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে পাহাড়প্রমাণ টাকা। কিন্তু, এখনও স্বপদে বহাল পার্থ চট্টোপাধ্যায়। এখনও তিনি শিল্পমন্ত্রী। এখনও তিনি তথ্য প্রযুক্তিমন্ত্রী, তিনি পরিষদীয় মন্ত্রী। এখনও তৃণমূলের মহাসচিব, তিনিই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির সদস্য, তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যও বটে। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে যখন দফায় দফায় বিপুল টাকা উদ্ধার হচ্ছে, তখনও বুধবার সকালে মন্ত্রিত্ব ছাড়ার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে, পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে দেন, তিনি মন্ত্রীত্ব ছাড়তে নারাজ!
টালিগঞ্জের এবার বেলঘরিয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আরেকটি ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়। আর এরপরই বিস্ফোরক খোদ পার্থ চট্টোপাধ্যায়ের দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “আমায় যখন পুলিশ অ্যারেস্ট করেছিল, কথা বলতে গেলে টিন বাজাত। এখন পার্থকে সব সুযোগ দেওয়া হচ্ছে, কার সঙ্গে কথা বলতে পারেননি সেটা বলছেন। মন্ত্রীত্ব ছাড়ব না বলছেন। কিন্তু একবারও বলতে পারছেন না, টাকা আমার নয়। এটুকু নৈতিকতা নেই।’’
আরও পড়ুন: Dilip Ghosh: পার্থ-অর্পিতাকাণ্ডে নাম জড়াল সৌগত রায়ের, তৃণমূল সাংসদকে নিশানা দিলীপ ঘোষের