আবীর দত্ত ও প্রকাশ সিনহা, কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভুবনেশ্বর এইমসে নিয়ে যেতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল এয়ার অ্যাম্বুলেন্স। ইডির (Enforcement Directorate) আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আজ সকালেই শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে পাঠানো হবে ভুবনেশ্বর এইমসে। সেই মতোই রাজ্যের মন্ত্রীকে নিয়ে যেতে গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এসে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স (Air Ambulance)। এদিকে, মন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার আগে সোমবার সকালে শেষ মুহূর্তের চূড়ান্ত তৎপরতা এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)। আজ বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি। তার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে সমস্ত রিপোর্ট ভার্চুয়ালি জানিয়ে দেবেন ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা।


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত শনিবার ভোররাতে গ্রেফতার করেছে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার ব্যাঙ্কশাল আদালত তাঁকে ২ দিনের ইডি হেফাজত দেয়। কিন্তু সেদিন রাতেই অসুস্থ বোধ করায় এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছিল রাজ্যএর মন্ত্রীকে। এসএসসির নিয়োগে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতারির পরে শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার আবেদন জানায় ইডি। যদিও ব্যাঙ্কশাল আদালতের বিচারক এসএসকেএমে ভর্তি করানোর পক্ষে সায় দেন। 


রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অভিযোগ করেন, ইডির হেফাজত এড়াতে অসুস্থতার নাটক করছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন এসএসকেএমকেই বেছে নিলেন অভিযুক্ত? কারণ, তিনি বুঝেছেন, এই হাসপাতালকে ম্যানেজ করতে পারবেন। হাসপাতালে ইডি অফিসারদের সঙ্গে ডনের মতো আচরণ করছেন উনি।


ইডির তরফে যুক্তি দেওয়া হয়, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা দিল্লি বা কল্যাণী এইমসেও হতে পারত। নিম্ন আদালত বলতে পারে না কোন নির্দিষ্ট হাসপাতালে অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে। আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দেয় নিম্ন আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, জোকা ESI এর ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। বুকে ব্যথা নেই বলে কার্বন কপির ওপর পেন দিয়ে লেখা হয়েছে। দু’পক্ষের সওয়ালের পরে বিচারপতি বিবেক চৌধুরী মন্তব্য করেন, এসএসকেএমকে এখন সেফ জোন মনে করছেন অনেকে। তবে তিনি জানিয়ে দেন, যেহেতু কলাণী এইমসের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে, তাই সেখানে পাঠানোর নির্দেশ দেবেন না। শুনানি শেষের কয়েকঘণ্টা পরে ৮ দফা নির্দেশিকা জারি করেন বিচারপতি বিবেক চৌধুরী।


সোমবার সকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেতে হবে ভুবনেশ্বর এইমসে। 


সঙ্গে থাকবেন তাঁর আইনজীবী ও এসএসকেএমের এক চিকিৎসক।


এসএসকেএমের অ্যাম্বুল্যান্সে করেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেতে হবে বিমানবন্দরে।


ভুবনেশ্বর AIIMS’এর ৪ বিশেষজ্ঞ চিকিৎসক পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখবেন। 


কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেই দলে থাকবেন।


দুপুর ৩টের মধ্যে মেডিক্যাল টেস্টের রিপোর্ট ইডির তদন্তকারী অফিসারের হাতে তুলে দেবে  ভুবনেশ্বর AIIMS।


ইডির তদন্তকারী অফিসার সেই রিপোর্ট কলকাতায় তদন্তকারী সংস্থার অফিসে পাঠিয়ে দেবেন।


রিপোর্টে কপি দিতে হবে এসএসকেএমের চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও।


ব্যাঙ্কশালে ইডির বিশেষ আদালতে সেই মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে।


বিকেল ৪টেয় মামলার শুনানির সময়ে ভার্চুয়াল মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা ব্যবস্থা করবে ইডি।


 


আরও পড়ুন- এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর !