কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। এরই মধ্যে এবার গ্রুপ ডি (Group D) নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
কী দাবি ইডি-র ?
আদালতে কেন্দ্রীয় এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, ২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে। পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম রয়েছে। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন। হাইকোর্টে এমনই দাবি করে ইডি। তারা আরও দাবি করে, আর্থিক তছরুপে যোগ রয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির সময় অর্পিতার অস্থাবর সম্পত্তি সংক্রান্ত নথি মিলেছে।
আরও পড়ুন ; 'ম্যানেজ করতে পারবেন জেনেই SSKM-কে বেছেছেন পার্থ', আদালতে দাবি ইডি-র আইনজীবীর
এদিকে এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকার।
আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ইডি’র অভিযান। তারপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার। শেষে SSC নিয়োগ আর্থিক দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার। আর এনিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চরমে তুলেছে বিরোধীরা। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে সিপিএম-বিজেপি।
যদিও তৃণমূল প্রথম থেকেই দাবি করে আসছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তাহলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের ? SSC নিয়োগ আর্থিক দুর্নীতি মামলায় মন্ত্রীর গ্রেফতারির পর থেকেই জোরাল হচ্ছে সেই জল্পনা।