কলকাতা: কখনও হালকা মেঘ, এক পশলা বৃষ্টি, কখনও আবার রোদ। আকাশের দিকে তাকালে আবার হামেশাই দেখা যাচ্ছে নীল আকাশে তুলোর মতো সাদা সাদা মেঘ। সব মিলিয়ে মিশিয়েই আবহাওয়া রয়েছে কলকাতার। গোটা রাজ্যে কেমন থাকবে আজ এবং আগামী কয়েকটা দিনের আবহাওয়া? নজর রাখা যাক আজকের আবহাওয়ার খবরে। আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপের সরাসরি কোন প্রভাব নেই বাংলায়। বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। ২০ শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মূলত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে শুক্রবার পর্যন্ত ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা।  শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত মূলত পাসিং সাওয়ার রেইন। আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। নিম্নচাপের সরাসরি প্রভাব নেই বাংলায়। বরং এই নিম্ন চাপের টানে বাংলা ছেড়ে উড়িষ্যায় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা জয়সলমীর উদয়পুর ইন্দোর থেকে বিদর্ভ এর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে  ব্রহ্মপুরী হয়ে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এর নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। 

যদি দক্ষিণবঙ্গের দিকে নজর দিই, আজ বৃষ্টির পরিমান কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা একটু বাড়বে। সব জেলারই কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস। বুধবার বেশিরভাগ জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে।  মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জেলার কিছু কিছু অংশে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে।

অন্যদিকে উত্তরবঙ্গে আজ বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির বেশি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা  জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ বাকি সব জেলাতে। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কমবে। বাকি জেলার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। শনিবার ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে।