মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: স্টোনচিপস চুরিতে নাম জড়াল বিজেপি বিধায়কের ভাইপোর! যার জেরে পশ্চিম বর্ধমানের কাঁকসায় ধুন্ধুমার। অভিযুক্ত বিজেপি বিধায়ক ও তাঁর ভাইপোকে ঘিরে চলল বিক্ষোভ। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


দীর্ঘদিন ধরেই কাঁকসা থেকে বিহারপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। সম্প্রতি রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়। সংস্কারের কাজও শুরু করে স্থানীয় পঞ্চায়েত। কিন্তু ঠিকাদার সংস্থার অভিযোগ, অবাধে চুরি হচ্ছে রাস্তা সংস্কারের জন্য আনা একাধিক সামগ্রী। বৃহস্পতিবার স্টোনচিপ চুরির সময় হাতে নাতে ধরা পড়ে একটি ভ্যান রিকশ। স্থানীয়দের একাংশের দাবি, চুরির নেপথ্যে রয়েছেন বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপো হৃদয়। এরপরই অভিযুক্তকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পরে ক্ষতিপূরণ বাবদ ঠিকাদার সংস্থাকে ৫০ হাজার টাকার চেক লিখে দেন অভিযুক্ত বিধায়কের ভাইপো।


স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিজেপিকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেছেন, ‘এর থেকে প্রমাণিত কতটা দুর্নীতিপরায়ণ বিজেপি নেতৃত্ব।’


পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, ‘আমি দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে থাকি না। আমার নাম জুড়ে রাজনৈতিক চক্রান্ত করছে তৃণমূল।’


গত বছর এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নাম জড়ায় বিজেপি বিধায়কের অপর এক ভাইপো সহদেবের। এবার চুরির ঘটনায় বিধায়কের অন্য ভাইপোর নাম জড়ানোয় অস্বস্তি বাড়ল বিজেপি-র। 


অন্যদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের বেনাচিতি বাজারে তৃণমূলের মিছিলে উত্তেজনা। জেলা সভাপতি ও বিধায়কদের সামনেই হাতাহাতি। দুর্গাপুর পুর-এলাকায় তৃণমূলের পর্যবেক্ষক ও দুর্গাপুর পুরসভার চেয়ারম্যানের দাবি, বিধানসভা ভোটের আগে বিজেপিতে চলে যাওয়া কয়েকজনকে গতকাল দলের মিছিলে হাঁটতে দেখে বাধা দেন তৃণমূল কর্মীরা। তা নিয়েই গন্ডগোল বাঁধে। যদিও তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, মিছিলে বহিরাগতরা ঢুকে পড়ায় অশান্তির সৃষ্টি হয়। বিজেপি-র কটাক্ষ, ভোটের আগে যারা লাভের আশায় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল, তারাই পুরনো দলে ফেরার চেষ্টা করছে।