মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জেলায় জেলায় ট্যাব-কেলেঙ্কারির নিত্য নতুন অভিযোগের মধ্যে আবাস প্রকল্পে দুর্নীতি, স্বজনপোষণ ও বঞ্চনার অভিযোগও থেমে নেই। গরিবের মাথার উপর এক চিলতে আশ্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। আবাস নিয়ে চরম বিতর্কের মুখে রয়েছে রাজ্য প্রশাসন। তারই মাঝে এ যেন উলটপুরাণ! ভেঙে পড়েছে একটি টালির ছাউনি দেওয়া মাটির বাড়ি, ফাটল ধরা জরাজীর্ণ দেওয়াল, কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমনি সোরেনের বাড়ির হাল এমনটাই।  


আবাসে স্বজনপোষণ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে রাজ্য জুড়েই। সেখানে এই গ্রাম পঞ্চায়েত মেনে চলেন জীবনের নীতিবোধ। তাঁর মত, হোক না কষ্ট তবুও যে জনতার সেবা করেই এগিয়ে যেতে চান। 


প্রধানের সততা দেখে গর্বিত এলাকাবাসীও। প্রশংসায় পঞ্চমুখ মন্ত্রী থেকে বিরোধীরাও। কাঁকসার মলনদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ঘটকডাঙা থেকে উঠে এসেছেন পাকুমনি সোরেন। জনতার ভোটে জয়লাভ করে বসেছেন প্রধানের পদে। তারপর থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছেন মলানদিঘী গ্রাম পঞ্চায়েতকে। 


প্রতিদিন পাতা সেলাই করে শুরু হয় দিন তারপরেই সবার সঙ্গে বাসে করে চেপে পঞ্চায়েতে পৌঁছন। দিনভর শোনেন সমস্যার কথা। দেন সঠিক পরিষেবা। কিন্তু তিনি ছেলে, মেয়ে আর স্বামীকে সঙ্গে নিয়ে নিজে থাকেন দেওয়ালে বড় বড় ফাটল ধরা আর টালির ছাউনিতে ফুটো থাকা বাড়িতে। বাড়ির ফাটল ধরা অংশ যাতে কেউ বুঝতে না পারে সেজন্য তা ঢাকা দিয়ে রেখেছেন প্লাস্টিক দিয়ে। তবুও আবেদন করেননি বাংলা আবাস যোজনায়। 


পাকুমনির কথায়, "আমার পাকা বাড়ি নেই। আমি মাটির বাড়িতেই থাকি। মানুষকে যত পরিষেবা দিতে পারব ততই আমাদের ভাল। যারা যারা বাড়ি পায়নি তাঁরা অবশ্যই বাড়ি পাক সেটাই আমি চাই। সবাই পাওয়ার পর আমাকে যদি পরিষেবা দেয় তো নেব।" 


রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন আর সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "এটা নিশ্চয় গর্বের বিষয়। আগে তো সাধারণ মানুষ পরিষেবা পাবে তারপর জনপ্রতিনিধিরা নেবে। এটাই তো হওয়া দরকার।" প্রধানের ভূমিকা দেখে খুশি হয়ে বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "কাঁকসা ব্লকে এরকম হাজার হাজার আদিবাসী যাদের পাওয়ার যোগ্য তারা কেউ পায়নি, আবাস যোজনায় বাড়ি, এরকমই ব্যতিক্রমি চরিত্র পঞ্চায়েত প্রধান পাকুমনি সরেন সহ আরো যারা পাওয়ার যোগ্য তারা যাতে অবিলম্বে পায় সেই দাবি প্রশাসনের কাছে রাখছি প্রয়োজনে এ নিয়ে আন্দোলন এ নামব। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে