সৌভিক মজুমদার ও কৌশিক গাঁতাইত, কলকাতা ও পশ্চিম বর্ধমান: আসানসোলের মেয়রকে (Mayor) ৫ লক্ষ টাকা জরিমানা করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁর অভিযোগ, মেয়রের শপথের পর ২ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন করা হয়নি। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। দ্রুত পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হবে, জানিয়েছেন আসানসোলের মেয়র।


কী নিয়ে অভিযোগ:
মেয়াদ পেরোলেও আসানসোল পুরসভায় পূর্ণাঙ্গ পুরবোর্ড এখনও গঠন হয়নি। এই অবস্থায় জরিমানা চেয়ে আসানসোলের (Asansole) মেয়রের নামে হাইকোর্টে (High Court) দায়ের করা হল মামলা। আসানসোল পুরসভার নির্বাচন হয়েছে ১২ ফেব্রুয়ারি, ফল বেরিয়েছে ১৪ ফেব্রুয়ারি। কিন্তু, এখনও পর্যন্ত আসানসোলে মেয়র পারিষদদের মনোনয়ন হয়নি। গঠন করা হয়নি পূর্ণাঙ্গ বোর্ড। এই পরিস্থিতিতে আগেই মেয়রকে আইনি নোটিস পাঠিয়েছিলেন ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ও আইনজীবী চৈতালি তিওয়ারি। এবার মেয়রের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন তিনি। আইন ভঙ্গের অভিযোগে হাইকোর্টের হস্তক্ষেপেরও আবেদন জানিয়েছেন মামলাকারী বিজেপি কাউন্সিলর। 


কী বলছেন কাউন্সিলর:
আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। তাঁর দাবি, ২০০৬ সালের পুর আইন অনুযায়ী, মেয়রের শপথের ৬০ দিনের মধ্যে মেয়র পারিষদদের মনোনয়ন করতে হয়।  ২৫ ফেব্রুয়ারি আসানসোল পুরসভার মেয়র হিসেবে শপথ নেন বিধান উপাধ্যায়।  কিন্তু, এখনও অবধি পূর্ণাঙ্গ বোর্ড গঠন না হওয়ায় পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 


আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি বলেন, 'আমরা মামলা করতে চায়নি। বারবার মেয়রকে অনুরোধ করেছি। ২ মাস পেরিয়ে গেছে, পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবও কান দিলেন না। আদালতের দ্বারস্থ কাম্য নয়।' আসানসোল পুরসভার মেয়র ও তৃণমূল নেতা বিধান উপাধ্যায় পাল্টা বলেন, 'আমার কাছে কোনও নোটিস আসেনি। কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ বোর্ড গঠন করে।'


আদালত সূত্রে খবর, ৯ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: জমি নিয়ে বিবাদের জের, দাদাকে পিটিয়ে খুন বুদবুদে