কৌশিক গাঁতাইত, বারাবনী : পঞ্চায়েত ভোটের (Panchayat Electiuon 2023) মুখে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বারাবনিতে খুন সিপিএম নেতার ভাই। মৃত রাম কোড়ার দাদা বারাবনির নুনি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের (CPM) প্রাক্তন উপ প্রধান বাসুদেব কোড়া। আসনবনি গ্রামের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকার অভিযোগ।


ঠিক কী কারণে খুন ?


রাজনৈতিক শত্রুতা, না কি ব্যক্তিগত আক্রোশ ? খুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত। তবে পঞ্চায়েত ভোটের আগে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ মেলায় বারাবনী এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখা শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গলায় ধারাল অস্ত্রের কোপ সহ দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অভিযোগ খুন করা হয়েছে রাম কোড়াকে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেক থাকার জেরে এরকম একাধিক খুনের ঘটনা ঘটেছে। 


পঞ্চায়েত ভোটের আগে তপ্ত রাজ্য


আগামী বছরের গোড়াতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একাধিক জায়গা থেকে অস্ত্র, বোমা উদ্ধার থেকে বিভিন্ন নেতাদের ওপর আক্রমণের ঘটনার বাড়বাড়ন্তের খবর সামনে এসেছে।


আরও পড়ুন- ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা


এদিকে, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল ঘিরে তৃণমূলের বিবাদে উত্তপ্ত গোসাবার বাঘাহারানি গ্রাম। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী মনোরঞ্জন মণ্ডল। তৃণমূলেরই কর্মী অসীম মণ্ডলের বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে হামলা, অভিযোগ স্থানীয়দের। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে রাতেই নিয়ে আসা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


অন্যদিকে, গোসাবায় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের সংঘাত। তৃণমূলের অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের দাবি, তৃণমূল পরিচালিত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরুণ প্রামাণিকের মদতেই গুলি চলে। তৃণমূল নেতার দাবি, বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন বরুণ। এরপর থেকে এলাকার রাশ হাতে রাখতে তাঁর মদতেই এলাকায় দুষ্কৃতীরাজ চলছে বলে অভিযোগ। অঞ্চল সভাপতির অভিযোগ অস্বীকার প্রধানের। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে দলেরই একাংশের দাবি। প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের।