দুর্গাপুর: গভীর রাতে দুর্গাপুর সিটি সেন্টারে আগুন। (Durgapur Fire)  আগুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। অল্প সময়ের মধ্যেই বিধ্বংসী আকার নেয় আগুন। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন রয়েছে। কিন্তু মঙ্গলবার সকাল পর্যন্তও নিয়ন্ত্রণে আসেনি আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ নথি। দীর্ঘ কয়েক ঘণ্টার টেষ্টায় দমকল বাহিনী আগুন নেভাতে সক্ষম হয়। এলাকায় উত্তেজনা।


দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে


আসানসোল (Asansol) দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে জমি সংক্রান্ত প্রচুর নথিপত্র মজুত থাকার কথা। বাড়ি তৈরি, বা বাণিজ্যিক নির্মাণ সংক্রান্ত বহু নথিপত্রও জমা থাকে সেখানে। বিধ্বংসী আগুনে তার কিছুই আর অবশিষ্ট নেই বলে জানা যাচ্ছে। ফলে আগামী দিনে সরকারি কাজকর্মে সমস্যা হবে বলে আশঙ্কা স্থানীয়দের। 


ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে। বাইরে থেকেই জানলা দিয়ে জল ছুড়তে দেখা গিয়েছে দমকল বিভাগকে। দমকলকর্মীরা গাড়ির উপরে উঠে, হোজ পাইপ দিয়ে জল ছোড়েন ভিতরে। প্রথম বেশ কয়েক ঘণ্টা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরের ভিতরে ঢোকা সম্ভব হয়নি দমকলকর্মীদের পক্ষে। জানলা দিয়ে প্রথমে জল ছোড়া হয় ভিতরে। তার পর আগুন নিয়ন্ত্রণে এলে দরজার দিকে এগোন দমকলকর্মীরা। 


আরও পড়ুন: Udayan Guha: 'হাত ভাঙা গব্বরে’র পাল্টা 'জয়-বীরু', রাজ্য রাজনীতিতে হিট 'শোলে'


দুর্গাপুর সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে এই অগ্নিকাণ্ডে দমকল, অন্ডাল বিমানবন্দর, সিআইএসএফ এবং ডিভিসির মোট ৯টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১.৩০টা নাগাদ আগুন লাগে দুর্গাপুর সিটি সেন্টারের আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে।


গভীর রাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দফতরের প্ল্য়ানিং রুম ও রেকর্ডিং রুমে


স্থানীয়রা জানিয়েছেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দফতরের প্ল্য়ানিং রুম ও রেকর্ডিং রুমে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। আগুন লাগার কারণ জানা যায়নি। কোথা থেকে ছড়িয়ে পড়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতি কত হয়েছে, দেখা হচ্ছে তা-ও। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।