মনোজ মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আড়াই লক্ষ টাকা চুরির কিনারা ২৪ ঘণ্টার মধ্যে। সূত্র সিসিটিভি (CCTV Footage) ক্যামেরার ফুটেজ। ধরা পড়ল অপরাধীরা।


রাতের অন্ধকারে অনলাইন ডেলিভারি সংস্থার ক্যাশ বাক্স ভেঙে আড়াই লক্ষ টাকা চুরির অভিযোগ উঠেছিল। তদন্ত শেষে পুলিশের জালে ধরা পড়লো সংস্থারই গাড়ি চালক। পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হল মহকুমা আদালতে, আরও একজনের খোঁজে চলছে তল্লাশি।


জাতীয় সড়কের এক পাশে পুলিশ ফাঁড়ি আর অন্য পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস (Robbery at Durgapur)। ক্যাশ অন ডেলিভারিতে যে টাকা আসে, সেটা থাকে সংস্থার অফিসেই। সেদিনও আড়াই লক্ষ টাকা রাখা হয়েছিল ক্যাশবাক্সে। পরদিন ব্যাঙ্কে জমা দেওয়ার কথা ছিল অফিসের ক্যাশ বাক্স। সুযোগ বুঝে সেই রাতেই ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে লুঠ করা হয় ক্যাশ বাক্স। আড়াই লক্ষ টাকা লোপাট করে। নিজেকে বাঁচাতে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে অপরাধী। 


চলতি মাসের ১৯ তারিখ এই ঘটনা ঘটেছিল। রাতের অন্ধকারে ঘটা এই চুরির ঘটনা পরদিন অর্থাৎ ২০ মার্চ সকালেই প্রকাশ্যে আসে। তারপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সিসিটিভি ক্যামেরা শেষ মুহূর্তে ভাঙলেও দরজা ভেঙে ঢোকার এবং চুরি করার মুহূর্তের ফুটেজ থেকেই যায় মেশিনে। সেখানেই দেখা যায় যে চুরি করছে সে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউড়ি। সেই ফুটেজে চোরকে দেখতেই চোখ কপালে ওঠে অনলাইন ডেলিভারি সংস্থাটির কর্মীদের, সঙ্গে সঙ্গেই চিনতে পারেন তাঁরা। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তের ভিত্তিতে ২০ মার্চ রাতেই দুর্গাপুরের (Durgapur News) নাগার্জুন এলাকা থেকে রাজু বাউড়িকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় চুরি যাওয়া নগদ আড়াই লক্ষ টাকাও। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ওই অনলাইন ডেলিভারি সংস্থার অফিসের দায়িত্বে থাকা সৌমেন ঘটক বলেন, '১৯ মার্চ রাতে এই চুরির ঘটনাটি ঘটেছিল। ২০ তারিখ সকালে দেখি অফিসের দরজা ভাঙা এবং ভিতরে ঢুকতেই দেখি ক্যাশ বাক্সও ভাঙা অবস্থায় পড়ে রয়েছ।' তখন দেখা যায় ক্যাশ বাক্সে রাখা আড়াই লক্ষ টাকা নেই। দুর্গাপুর থানায় অভিযোগের পরেই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ধরাও পড়েছে তাদের সংস্থারই একজন কর্মী রাজু বাউড়ি। আরও সিসিটিভি ক্যামেরায় নজরদারি বাড়ানো হবে বলেও জানান তিনি।


আরও পড়ুন: প্রথমবার UPSC দিয়েই সারা ভারতে ব়্যাঙ্ক ৯৪, কীভাবে সফল হলেন তমালি?