Infinix Smartphone: ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ (Infinix Note 40 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে জানা গিয়েছে এই স্মার্টফোন সিরিজ লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে। কারণ ইনফিনিক্সের এই স্মার্টফোন সিরিজ (Infinix Smartphone Series) যে ভারতে আসছে সেটা ফ্লিপকার্টের টিজারেই প্রকাশ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস (Infinix Note 40 Pro Plus) এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি (Infinix Note 40 Pro 5G) - এই দুই ফোন নির্দিষ্ট ভাবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই দুই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। সম্প্রতি ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে। এর থেকেই অনুমান উল্লিখিত ফোন ভারতে লঞ্চের আর বেশি দেরি নেই।
ফ্লিপকার্টের টিজারে কী প্রকাশ্যে এসেছে
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে যে আগামী মাসে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ। শোনা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজের ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টগুলিতে ইনফিনিক্স সংস্থার নতুন FastCharge 2.0 টেকনোলজি এবং ২০ ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি এবং ইনফিনিক্স নোট নোট ৪০ প্রো ৫জি- এই দুই ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে
- ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে শুরু হতে পারে আনুমানিক ২৫ হাজার টাকা থেকে। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের দাম ভারতে শুরু হতে পারে আনুমানিক ২৪ হাজার টাকা থেকে।
- উল্লিখিত দুই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত হতে পারে। এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। দুই ফোনের ক্ষেত্রে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনে একটি ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ও ২০ ওয়াটের ওয়্যারলেস MagCharge সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ও ২০ ওয়াটের ওয়্যারলেস MagCharge সাপোর্ট থাকতে পারে।
- ইনফিনিক্সের এই দুই ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস curved AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার ডায়নামিক রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই দুই ফোনে অক্টা-কোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর থাকার কথা রয়েছে। Android 14-based XOS 14- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই দুই ফোন।
আরও পড়ুন- ভারতে হাজির ভিভো টি৩ ৫জি, দাম কত এই ফোনের? কী কী অফার রয়েছে?