মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকের রহস্যমৃত্যু। অফিসে আসার পরই নিখোঁজ হয়ে যান তিনি। প্রায় ১৫ ঘণ্টা পর কারখানা চত্বরে একতলায় লিফটের নীচ থেকে উদ্ধার হয় দেহ। মৃত সুমিত ভট্টাচার্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ’র' মেটিরিয়াল বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। কারখানা চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা CISF তল্লাশি চালিয়েও ওই ম্যানেজারের সন্ধান পায়নি। এর পর খবর যায় দুর্গাপুর থানায়। পুলিশ কুকুর এনেও তল্লাশি চলে। রাত আড়াইটে নাগাদ লিফটের নীচে পড়ে থাকতে দেখা যায় আধিকারিকের দেহ। কী ভাবে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনায় কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রমিক সংগঠনগুলি। (Durgapur Steel Plant)
দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা সুমিত। শনিবার সকাল ১১টায় নাগাদ নজের গাড়ি নিয়ে কারখানায় পৌঁছন তিনি। কিন্তু তার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাঁর। তন্ন তন্ন করেও সন্ধান মেলেনি। এর পর খবর যায় দুর্গাপুর থানায়। সিআইএসএফ-এর পাশাপাশি পুলিশ তদন্তে নামে। রাষ্ট্রায়াত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ-এর। রাত আড়াইটে নাগাদ রুটিন তল্লাশির সময় তারাই একটি লিফটের নীচ থেকে সুমিতের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে লিফটের নীচে এই ঘটনা ঘটল, আদৌ দুর্ঘটনা, না কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তদন্ত করে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। (Paschim Bardhaman News)
দুর্গাপুর ইস্পাত হাসপাতাল থেকে এদিন সুমিতের দেহ বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে ময়নাতদন্ত হবে মৃতদেহের। ম্যাজিস্ট্রেট এসে ইনকোয়েস্টও করে গিয়েছেন। সূত্রের খবর, সুমিতের গলায় একটি দাগ পাওয়া গিয়েছে। ফলে গোটা ঘটনায় রহস্য দেখা দিয়েছে। কর্মস্থলে গাড়ি, ব্যাগ পড়ে থাকার পর কোথায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন, উঠছে প্রশ্ন। আধিকারিকের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া তার সহকর্মীদের মধ্যে। দুর্গাপুর ইস্পাত কারখানার ইউনিয়নগুলি নিরাপত্তায় গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে।
মৃতের পরিবার এবং আত্মীয়রা জানিয়েছেন, ভোর ৪টের সময় খবর পান তাঁরা। লিফ্টের নীচে দেহ কী করে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরাও। সঠিক ভাবে তদন্ত হোক, চাইছেন তাঁরা। ইউনিয়ন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কারখানার ভিতরে আধিকারিকের এমন মৃত্যুর বিহিত হওয়া উচিত বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যরা। শুধু তাই নয়, যে লিফটের নীচে থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি নিয়ে একাধিক বার অভিযোগও জানানো হয় বলে জানিয়েছেন তাঁরা।