কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান:  রোগীর প্রবল চাপ। অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করে থাকা রোগীর সংখ্যাও অনেক। কিন্তু, প্রয়োজনের তুলনায় অনেক কম অ্যানাস্থেটিস্টের (anesthetist) সংখ্যা। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা হাসপাতাল। 


অ্যানাসস্থেটিস্ট কম থাকায় প্রয়োজন থাকলেও অস্ত্রোপচার করা যায় না। চাপের মুখে গুরুত্ব দিতে হয়েছে প্রসূতি বিভাগ (maternity) এবং জরুরি (emergency) বিভাগে। সেখানেই হচ্ছে অস্ত্রোপচার। ওই দুটি বিভাগে কাজ সামলাতে গিয়ে বাকি বিভাগগুলিতে নজর দেওয়া সম্ভব হচ্ছে না।  দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়েছেন অন্য বিভাগের রোগীরা। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকও। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।


কেন এই সমস্যা? হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আগে এই হাসপাতালে ৬ জন অ্যানাস্থেটিস্ট ছিলেন। ধীরে ধীরে সেই সংখ্যা ক্রমশ কমতে কমতে ৩ জনে এসে দাঁড়িয়েছে। যার ফলে প্রসূতি ও জরুরি বিভাগ ছাড়া অন্যান্য বিভাগে বন্ধ রাখতে হয়েছে যাবতীয় অস্ত্রোপচার (operation)।


প্রায় ২ মাস ধরে এই অবস্থা চলছে। আর এতেই চরম সমস্যায় পড়েছেন রোগীরা (patient)। কবে অস্ত্রোপচার করানো সম্ভব হবে, সেই আশায় দিন গুণছেন সকলে। অস্ত্রোপচারের আশায় হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে অনেককেই। পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস বলেন, 'রাজ্য সরকারকে এ বিষয়ে লিখিত জানিয়েছি'। রোগীর পরিজনরা চাইছেন যত দ্রুত সম্ভব কাটুক এই সঙ্কট।


আরও পড়ুন: প্রাণে বেঁচে ফিরেছেন, কিন্তু ভবিষ্যতের কী হবে? দুশ্চিন্তায় ইউক্রেনফেরত যমজ বোন রুমকি-ঝুমকি