প্রসূন চক্রবর্তী, পশ্চিম বর্ধমান: দামোদরের জলে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক কিশোর এবং এক যুবক। আজ সকালে দুজনের মধ্যে কিশোরের মৃতদেহ (Dead Body) উদ্ধার করেছে সিভিল ডিফেন্সের টিম। নিখোঁজ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ।


নদীতে স্নান করতে নেমে মৃত ১, নিখোঁজ ১-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে স্নান করার উদ্দেশে বেরোন এক যুবক এবং এক কিশোর। দুজনেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) রানীগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দামোদর নদের মথুরা চণ্ডী ঘাটে স্নান করতে নামে তারা। জুতো এবং স্নানের সামগ্রী পাড়ে রেখে জলে নামে তারা। কিন্তু তারপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে কিশোরের নাম শুভ দাস। তার বয়স বছর পনেরো। এবং আর এক যুবকের নাম সৌরভ নন্দী। তাঁর বয়স ২১ বছর। স্থানীয় ব্যক্তিরা আন্দাজ করছেন, স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছে তারা। ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া (Mejia) থানার পুলিশ। 


আরও পড়ুন - HS Exam Date 2023: আগামী বছর কবে থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু? ঘোষণা হল দিন


খবর পাওয়া যাচ্ছে, নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আজ সকালে বছর পনেরোর শুভ দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং সিভিল ডিফেন্সের টিম। কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি সৌরভ নন্দী নামে ওই যুবকের। তাঁর খোঁজ চালানো হচ্ছে।


প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই বালকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুরিয়া (Jamuria) থানার গ্রাম জামুরিয়াতে। দুই বালকের মর্মান্তিক মৃত্যুর (Death) ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টা নাগাদ পাঁচ বালক আখলপুর বাঁধের নিকট পুকুরে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে দুই বালক জলে তলিয়ে যায়। তিনজন কোনওমতে প্রাণে বেঁচে বাড়ি ফেরে। তারাই এসে দুই বালকের তলিয়ে যাওয়ার খবর দেয় বাড়িতে। এরপরই মৃত দুই বালকের পরিবারের সদস্যরা ও স্থানীয় ব্যক্তিরা জলে নেমে তল্লাসি চালায়। তল্লাসি চলানোর পর সেখান থেকে দুই বালককে উদ্ধার করেন তাঁরা। দ্রুত স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা দুই বালককে মৃত বলে ঘোষণা করেন।