মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : বিজেপি বিধায়ক ও সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এমনই পোস্টার ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর।
পুনর্বাসনবিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন। কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত কারখানার উচ্ছেদ অভিযান নিয়ে হুঙ্কার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। কিন্তু রাষ্ট্রায়াত্ত কারখানা সম্প্রসারণের জন্য উচ্ছেদের প্রাথমিক কাজ শুরু হয়েছে সম্প্রতি। সেই জায়গায় এবার বিজেপি বিধায়ক ও সাংসদের নামে পড়ল পোস্টার।
স্থানীয় বাসিন্দা মিঠুন দাস বলেন, "দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ যখন উচ্ছেদের নোটিস দিয়েছিল তখন বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বিধায়ক আর সংসদ। পুনর্বাসনবিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু উচ্ছেদের কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বস্তি ছেড়ে চলে যাওয়ার। কিন্তু এখন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া আর বিধায়ক লক্ষ্মণ ঘোরুই নিখোঁজ হয়ে গেছেন। সেইজন্যই নিখোঁজের পোস্টার দেওয়া হয়েছে।"
এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল জেলা সহ সভাপতি উওম মুখোপাধ্যায় ও ওই ওয়ার্ডের (৩৬) প্রাক্তন পুরপিতা লোকনাথ দাস বলেন, "মানুষের পাশে ওরা থাকে না। মানুষের সঙ্গে যোগাযোগও রাখে না । সেইজন্যই মানুষ ওদের নিখোঁজ বলেছে।"
এদিকে তৃণমূলকে পাল্টা আক্রমণ করে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান, ওই এলাকার মানুষ সমস্যার কথা তাঁকে জানাননি। অথচ তিনি দুর্গাপুরেই রয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে নিখোঁজ পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে।
একই অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষ্মণেরও। গরিব মানুষ ও বেকার ছেলেদের টাকা দিয়ে এই কাজ করা হচ্ছে বলে শাসক দলের বিরূদ্ধে অভিযোগ তাঁর।
এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে পোস্টার পড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদ (MP) সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার (Surinder Singh Ahluwalia) নামে।
'নিখোঁজ পোস্টার'-র এই প্রবণতা অবশ্য নতুন কিছু নয়। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও একই ভাবে পোস্টার পড়েছিল। বাদ যাননি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। আবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়েও এক প্রশ্ন ওঠে।
আরও পড়ুন ; 'বিজেপির মতে যে কোনও মানুষ পাগড়ি পরলেই তিনি খালিস্তানি', পুলিশ অফিসারের প্রসঙ্গ টেনে সরব মমতা