মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak) বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা ! একতলার অফিসে ভাঙচুর চালানো হয়। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে, আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় মলয় ঘটকের বাড়ি। ২৪ ঘণ্টা যাঁর বাড়ির বাইরে মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী। সেখানে এই ঘটনা ঘটল কী করে ? উঠছে প্রশ্ন। কেন এই যুবক হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে ? তাঁকে আটক করে উত্তর খুঁজছে পুলিশ।
লন্ডভন্ড ঘর, ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে অফিসের টেবিলের কাচ, আসানসোলের আপকার গার্ডেন এলাকায় আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে দুষ্কৃতী হামলা ! একতলায় অফিস, দোতলায় সপরিবারে থাকেন মলয় ঘটক। মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গ সফরে থাকায় এদিন বাড়িতে ছিলেন না তিনি।
বুধবার ঘড়িতে তখন বিকেল ৪ টে ৪৫ মিনিট। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক যুবক ঢুকে পড়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। একতলার অফিসে ভাঙচুর করে।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী মলয় ঘটকের স্ত্রী সুদেষ্ণা ঘটক বলেন, 'নেমে এসে দেখছি তো এখানে সব ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কী উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান। বেশ বড়। ভাঙা টুকরোও নয়। এসে ওই টেবিলে ওই সমস্ত ভাঙচুর করেছে। সিকিউরিটি ছিলেন। ভয় তো পেয়েই গেছি।'
অভিযুক্তকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। খরব দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পৌঁছন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। এদিনের ঘটনায় প্রশ্ন উঠছে, রাজ্যের হেভিওয়েট মন্ত্রী..., যাঁর বাড়ির বাইরে ২৪ ঘণ্টা মোতায়েন থাকে নিরাপত্তারক্ষী..., আপকার গার্ডেনের মতো অভিজাত এলাকায় বাড়ি..., আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পুলিশ ফাঁড়ি থেকে যার দূরত্ব মাত্র ২০০ মিটার। সেখানে, কীভাবে এই ঘটনা ঘটল ? ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলছেন, 'বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায়। ঢুকে ওঁর বাইরে যে রুম আছে সেই রুমের টেবিলের উপর একটা ইট মারে। কাঁচটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে আটক করেছি। ওকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী কী আছে দেখছি। '
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম ভিকি কেওড়া। তিনি আসানসোলের কুমারপুরের বাসিন্দা। কিন্তু, তিনি কেন এই হামলা চালালেন আইনমন্ত্রীর বাড়িতে ? উত্তর খুঁজছে পুলিশ।