মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরের (Durgapur) প্রাণকেন্দ্র সিটি সেন্টারে (City Centre) ছিনতাইয়ের (Snatching) ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী। টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ধৃতদের নাম- আশিস লাল ও সানি দুসাদ। তারা উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) হালিশহরের বাসিন্দা।


গত ২৯ অগাস্টের ঘটনা। মামরা বাজারের ব্যবসায়ী সূর্য লোহার দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে তা ব্যাগে ভরে স্কুটি করে যাচ্ছিলেন বলে দাবি। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী সূর্য লোহারের ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ। 


মঙ্গলবার ওই দুই দুষ্কৃতী ফের বাইকে করে ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে আসে। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিড়িঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় একটি বাইক ও বেশ কয়েকটি মোবাইল। পুলিশ সূত্রে জানা গেছে, চার জন দুষ্কৃতী দু'টি বাইকের নম্বর পরিবর্তন করে ছিনতাই করতে এসেছিল। দু'জনকে পাকড়াও করা সম্ভব হলেও, আরও দু'জন পলাতক। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে হেফাজতে নিয়ে তা জানতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।


বর্ধমানে ছিনতাইয়ের ঘটনা-


গত জুলাই মাসে ছিনতাইয়ের ঘটনায় বর্ধমান (Burdwan) শহরে পুলিশের জালের ধরা পড়ে চার দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি। 


বর্ধমান শহরে ডাকাতির ছক কষেছিল দুষ্কৃতীরা। গ্রেফতার করার পর, তাদের মোডাস অপারেন্ডি জেনে হতবাক হয়ে যায় পুলিশ। পুলিশ খবর পায়,বর্ধমান শহরের মধ্যেই ১৯ নম্বর জাতীয় সড়কে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। অভিযান চালিয়ে ৪ জনকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপগান, ২ রাউন্ড গুলি ছাড়াও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। 


পুলিশের দাবি, জাতীয় সড়কে ডাকাতি করত দলটি। মূলত টার্গেট ছিলেন ট্রাক বা লরি চালকরা। পুলিশ জানিয়েছে,মহিলা সেজে হাত দেখিয়ে লরি বা ট্রাক দাঁড় করাত এক দুষ্কৃতী। সেই সুযোগে পজিশন নিয়ে নিত তার সঙ্গীরা। একজন চালকের কেবিনে উঠে তাক করত বন্দুক। এরপর টাকাপয়সা ছিনতাই করে চম্পট দিত। পুলিশ জানিয়েছে, ধৃত ৪ জনই বর্ধমান শহরের বাসিন্দা। তাদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে।