ময়না : ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন (BJP Leader Murdered)। অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।


রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি বিধায়কের অভিযোগ, খুনের পিছনে হাত রয়েছে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের। প্রাক্তন বিধায়কের পাল্টা অবশ্য দাবি, পারিবারিক বিবাদের জেরে এই খুন।


এদিকে গত ২৯ এপ্রিল বিজেপি নেতা রাজেন্দ্র সাউকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। আসানসোল পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপির আহ্বায়ক ছিলেন রাজেন্দ্র। শনিবার বিকেলে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি সাদা স্করপিও গাড়ির ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রাজেন্দ্রকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর থেকেই পুলিশি তদন্ত গাফিলতির অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে পরিবারের তরফে।


আরও পড়ুন ; জামুড়িয়ায় বিজেপি নেতা খুনে দোষীদের ধরতে পুলিশকে ৪৮ ঘণ্টা সময় অগ্নিমিত্রার


নিহত বিজেপি নেতার ভাই জিতেন্দ্র সাউ সিবিআই তদন্তের দাবি করেছেন। তাঁর কথায়, 'সিবিআই তদন্তের দাবি করছি। তদন্তের নামে পুলিশ মৃতের পরিবারকেই বিব্রত করছে। এমনকি রাজেন্দ্রর কাছে থাকা পাঁচ লক্ষ টাকারও কোন হদিশ পাওয়া যাচ্ছে না।' আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার  অবশ্য জানিয়েছেন, পরিবারকে কোনওভাবেই বিব্রত করা হচ্ছে না। তদন্তের স্বার্থে যেটুকু করার দরকার সেটাই করা হচ্ছে। মৃতের কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি।


সোমবার রানিগঞ্জের নিহত বিজেপি নেতার বাড়িতে যান অগ্নিমিত্রা পাল। সিবিআই তদন্তের দাবি তোলেন তিনিও। গোটা বিষয়টি নিয়ে সরব আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বলেছেন, 'গত দু মাসে ন টা খুন হয়েছে আসানসোলে । একটারও কিনারা করতে পারেনি । এই পুলিশ শুধু টাকা তুলতে ব্যস্ত । অমিত শাহর সঙ্গে কথা বলে সিবিআই তদন্তের দাবি জানাব।' তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন বলেন, 'একটা ঘটনা ঘটেছে । পুলিশ তদন্ত করছে । যে দোষী সে ধরা পড়বেই । সিবিআই রাজ্যে এতগুলো তদন্ত করছে একটাতেও সাজা হয়েছে? সব মিলিয়ে তদন্ত কোন পথে এগোয় সেদিকেই সবার নজর।


আরও পড়ুন ; সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?