অমিত জানা, বেলদা : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চার জন। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক-সহ ৪ জনের। সকাল ৬টা নাগাদ বেলদার রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার বিস্তারিত...

সকাল তখন ৬টা। আসানসোল থেকে একটি চারচাকা গাড়িতে চেপে দিঘায় জগন্নাথদেবের দর্শন করতে যাওয়ার সময় হঠাৎই রানিসরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। খড়গপুরের দিকে লরিটি যাচ্ছিল। সামনে গাড়ি চলে আসায় লরিটি তাতে ধাক্কা মারে। লরির ধাক্কায় কার্যত দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। অনেক চেষ্টায় গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বেশ কিছুক্ষণ গ্যাসকাটার ব্যবহার করে গাড়ি থেকে তাঁদের উদ্ধার করা হয়। সেখান থেকে তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বেলদা থানার পুলিশ। 

গত মে মাসের গোড়ার দিকে বেপরোয়া গতির বলি হন তিন জন। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

অন্যদিকে, ভোরের জয় রাইডে বেরিয়ে উল্টোডাঙা উড়ালপুলে দুর্ঘটনায় মৃত্যু হয় দুই ভাইয়ের। ভোর সাড়ে ৫টা নাগাদ EM বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন ৪ জন। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন।