অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বিজেপির অফিস থেকে উজ্জ্বলা প্রকল্পের গ্যাল সিলিন্ডার বিতরণের অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুরের বেলদার ঘটনা। অভিযোগ ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় প্রকল্পের কাজ একটি রাজনৈতিক দলের অফিস থেকে কেন হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব হয়েছে রাজ্যের শাসক দল। পাল্টা বিজেপির দাবি, সাধারণ বাসিন্দাদের সাহায্য করতেই এমনটি করা হচ্ছে।   


কোথায় এমন ঘটনা:
পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি গ্রাম। সেখানকার বিজেপি (BJP) অফিসের মধ্যে সাজানো হয়েছে গ্যাল সিলিন্ডার, রয়েছে ওভেনও। অভিযোগ সেখান থেকেই উজ্জ্বলা (Ujjawala) প্রকল্পে গ্যাসের সিলিন্ডার বিলি করা হচ্ছে। সাধারণ নাগরিকদের হাতে নতুন ওভেন ও গ্যাস সিলিন্ডার তুলে দিচ্ছেন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডলের পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে উজ্জ্বলা সংযোগ। যা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC)। বিজেপি কীভাবে এমন কাজ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগড়ের তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। তৃণমূল বিধায়ক বলেন, 'এটা সম্পূর্ণ বেআইনি। বিজেপি এটা করতে পারে না, বিজেপি ডিলারদের ধমকে চমকে এসব করছে। এটা একেবারে বেআইনি, উপভোক্তারা দোকান থেকেই সংযোগ পান।'


কী এই প্রকল্প:
আর্থিকাভাবে পিছিয়ে থাকা অংশের বাসিন্দাদের জন্য বছর কয়েক আগে উজ্জ্বলা প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বিনামূল্যে সংযোগ দেওয়া হয় গ্যাসের। 


আরও অভিযোগ:
এখানে অভিযোগ উঠেছে, নতুন সংযোগ পেতে উপভোক্তাদের টাকা দিতে হচ্ছে। বিষয়টি প্রকারান্তরে স্বীকার করেছেন এক গ্রাহক। প্রকল্পের এক গ্রাহক প্রতিমা মাইতি বলেন, 'খুশি মনে যে যেরকম করে দিয়েছেন। আমি কোনও টাকা দিইনি। দোকানে এলে চা খাইয়ে দেব।'


উজ্জ্বলার সংযোগ নিয়ে বিতর্ক দানা বাধতেই পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন, 'গ্রামের মহিলারা জানেন না কোথায় কীভাবে এই গ্যাস সংযোগ পাওয়া যাবে, তাই তাদের সাহায্যে এটি করা হচ্ছে, সংস্থা তাদের খরচ বহনের জন্য ৩৫০ টাকা করে নিচ্ছে, বিজেপি কোনও টাকা নিচ্ছে না।


প্রশাসনের বক্তব্য়:
বিষয়টি নিয়ে নারায়ণগড়ের বিডিও (BDO) জানিয়েছেন, পার্টি অফিস থেকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে, এরকম কোনও অভিযোগ আসেনি। এনিয়ে অভিযোগ পেলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


আগেও একই অভিযোগ:
গত বছরের ডিসেম্বরেও বিজেপির অফিস থেকে উজ্জ্বলার সংযোগ দেওয়া হয়েছিল। সেবার দুর্গাপুরে দলীয় অফিস থেকে গ্যাস সিলিন্ডার বিলি করেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।


আরও পড়ুন: হরিনাম সংকীর্তনে জুয়ার ঠেক! চরমে অশান্তি, এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ