সোমনাথ দাস, দাসপুর (পশ্চিম মেদিনীপুর) : চলন্ত গাড়িতে আগুন লাগার নজির এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গায় দেখা গেছে। কিন্তু, এবার একেবারে স্কুলের ছাত্র-ছাত্রীবাহী গাড়িতে লাগল আগুন। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ স্কুল শেষে বাড়ি ফিরছিল দাসপুরের একটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঠিক সেই সময় দাসপুরের ঝুমঝুমি গ্রামীণ রাস্তায় মেলা ছিল খড়কুটো। খড়কুটোর উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় তাতে আগুন লেগে যায়। এরপর গাড়ির চালক প্রথমে গাড়িটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যান। সঙ্গে সঙ্গে নামানো হয় গাড়ির ভেতরে থাকা স্কুলের ছাত্র-ছাত্রীদের। গাড়িটি একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে।স্কুলের ছাত্র-ছাত্রীদের কিছু না হলেও, গাড়িটি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।


এর আগে গত বছর মার্চ মাসে চলন্ত গাড়িতে আগুন লাগতে দেখা গিয়েছিল। ভর দুপুরে দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন লাগে। হাওড়া থেকে কলকাতায় আসার সময় পণ্যবাহী গাড়িতে আগুন লাগে। কোনওরকমে গাড়ি রেখে চালক বেরিয়ে আসেন। দমকলের ২টি ইঞ্জিনের আধ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অগ্নিকাণ্ডের জেরে দ্বিতীয় হুগলি সেতুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।


গত বছর জানুয়ারি মাসে একই ধরনের ঘটনা দেখা যায়। তবে, এবার ঘটনাস্থল অন্যত্র। চলন্ত গাড়িতে (Car) আগুন (Fire) লেগে আতঙ্ক ছড়ায় কাঁকুড়গাছি (Kankurgachi) এলাকায়। মানিকতলা থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। কাঁকুড়গাছি এলাকার কাছে গাড়িতে আগুন লাগে। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 


তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে কার্জন পার্কের সামনে গাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। শট সার্কিট থেকে গাড়িতে আগুন লাগে বলে অনুমান করা হয়। আগুন লেগে যাওয়ায় গাড়ি থেকে বেরনোর সময় আহত হন চালক। রাস্তার মাঝে জ্বলন্ত গাড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা।


২০২২ সালেরই ফেব্রুয়ারি মাসে আরও একটি ঘটনা দেখা যায়। চলন্ত গাড়িতে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় একটি চার চাকা গাড়ি। হুগলির বলাগড় থানার সোমড়াবাজার বাসস্ট্যান্ডে অসম লিঙ্ক রোডের উপর ঘটনাটি ঘটে। বেলা ১২ টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহর থেকে পূর্ব বর্ধমানের কালনা যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ৫ জন যাত্রী ছিল। কালো ধোঁয়া দেখে গাড়িটি দাঁড় করিয়ে দেয় চালাক। তখনই আগুন ধরে যায় মারুতি ওয়াগন আর গাড়িটিতে। যাত্রীদের মধ্যে একজন আহত হন,বাকিরা সুরক্ষিত ছিলেন। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় বলাগড় থানার পুলিশ। স্থানীয়রা বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাঁশবেড়িয়া থেকে একটি দমকল গিয়ে আগুন নেভায়।