বিশ্বজিৎ দাস, খড়্গপুর: বায়ুসেনার বিমান ভেঙে পড়ল খড়্গপুরে। খড়গপুরে ভেঙে পড়ল ভারতীয় বায়ু সেনার যুদ্ধ বিমান। অর্জুনীতে ধান জমির মধ্যে ভেঙে পড়়ে যুদ্ধ বিমানটি। শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতে প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। তবে আহত হয়েছেন দু'জনই। আহত অবস্থায় পাইলটদের উদ্ধার করেন গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। জলকাদায় মাখামাখি হয়ে গিয়েছে। (Kharagpur IAF Plane Crash)


এদিন যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়, সেটি কলাইকুণ্ডার বায়ুসেনাঘাঁটি থেকে উড়েছিল। বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ চলছিল। কিন্তু মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালে, খড়্গপুর থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায় ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি অধোমুখী হতে শুরু করলে প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন দুই পাইলট। তাতেই প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা। (Kharagpur News)


মঙ্গলবার দুপুর পৌনে ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। তীব্র শব্দে ধানজমিতে ভেঙে পড়ে বিমানটি, তাতে চমকে যান এলাকাবাসী। আ,ঙ্কের পরিবেশ সৃষ্টি হয় চারিদিকে। বহু মানুষ দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। আহত অবস্থায় দুই পাইলটকে উদ্ধার করেন তাঁরাই। ভেঙে পড়া বিমানটিকে ঘিরেও জমায়েত তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলাইকুণ্ডা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরাও। হেলিকপ্টারে চেপে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে নাকি যান্ত্রিক গোলযোগের জেরে, বিমানটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার নেপথ্য কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি এখনও।


আরও পড়ুন: Calcutta High Court:সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টে


যে বিমানটি এদিন খড়্গপুরে ভেঙে পড়েছে, সেটি 'হক ট্রেনিং এয়ারক্রাফ্ট' বলে জানা গিয়েছে। এটি সুপারসনিক যুদ্ধবিমান। ব্রিটিশ সংস্থার তৈরি ওই বিমান ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহৃত হয়। সিঙ্গল জেটট ইঞ্জিন যুক্ত যুদ্ধবিমান 'হক ট্রেনিং এয়ারক্রাফ্ট'। ব্রিটিশ এ্যারোস্পেস এবং BAE Systems-এর নিয়ন্ত্রণে রয়েছে Hawk Project.


১৯৭৪ সালে প্রথম এই Hawk যুদ্ধবিমান আকাশে ওড়ে। সময়ের সঙ্গে প্রশিক্ষণের কাজে একাধিক দেশেই জনপ্রিয় হয়ে ওঠে সেটি। ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণেও সেটি ব্যবহৃত হয়। তবে কয়েক বছর আগে ওই বিমান কেনা থেকে পিছিয়ে আসে ভারত। ১৩২টি অ্যাডভান্স জেট ট্রেনার্স বিক্রি করতে ব্রিটিশ সংস্থা রোলস রয়েস হিন্দুস্তান এ্যারোনটিক্স লিমিটেডের আধিকারিককে ঘুষ দিয়েছেন বলে অভিযোগ ওঠে সেই সময়।