নয়াদিল্লি: সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। সংসদে অন্তর্বর্তীকালীন বাজেটে সেই প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার সেই প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রকল্পের নাম রাখা হয়েছে 'প্রধানমন্ত্রী সূর্যঘর: মুফ্ত বিজলি যোজনা'। এই প্রকল্পের আওতায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ঘরে ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে কেন্দ্র। (PM Surya Ghar: Muft Bijli Yojana)


মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের সূচনা করেন মোদি। তিনি লেখেন, 'দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং মানুষের কল্যাণে PM Surya Ghar: Muft Bijli Yojana-র সূচনা করলাম আমরা এই প্রকল্পে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, যাতে ১ কোটি বাড়িতে আলো জ্বালানো যায়, প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া যায়'।


এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তৃণমূলস্তর পর্যন্ত এই প্রকল্প পৌঁছে দিতে হবে। নিজ নিজ এলাকায় ছাদের উপর এই সোলার প্যানেল বসানোর দায়িত্ব স্থানীয় প্রশাসনের, সে পৌরসভা হোক বা পঞ্চায়েত। মানুষকে এতে যত উৎসাহিত করতে পারবে স্থানীয় প্রশাসন, সেই নিরিখে ইনসেন্টিভ দেওয়া হবে তাদের। এই প্রকল্পের বাস্তবায়নে কর্মসংস্থান হবে যেমন, বিদ্যুতের বিল বাবদ খরচ সাশ্রয় হবে এবং আয়ও বাড়বে বলে জানিয়েছেন মোদি।



আরও পড়ুন: Farmers' March To Delhi : 'ঘণ্টায় ১ কিমি', কার্যত থমকে যান চলাচল; কৃষক আন্দোলনের আগে স্তব্ধ দিল্লিগামী রাস্তা


সৌরশক্তির ব্যবহারে দেশের সমস্ত গ্রাহক, বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে আর্জি জানিয়েছেন মোদি। সৌরশক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন তিনি। 


গত ১ ফেব্রুয়ারি লোকসভায় অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করেছিল কেন্দ্র। সংসদে সরকার জানায়, দেশের ১ কোটি পরিবারকে সৌরশক্তির আওতায় আনার লক্ষ্যে এগোচ্ছে তারা। এর জন্য ছাদে সোলার প্যানেল বসানো হবে। সেখান থেকেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। একে বছরে ১৫০০০ থেকে ১৮০০০ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন নির্মলা। কারণ ৩০০ ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন তাঁরা। পাশাপাশি, নিজেদের চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে।