অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ভোটের ফলাফলের ২ দিন পর, পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড়ে গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার হল প্রচুর আধ পোড়া ব্যালট (Half Burnt Ballot)। বিজেপির অভিযোগ, এভাবেই ভোট লুঠ করেছে তৃণমূল। পাল্টা শাসক দলের দাবি, ভোট করাতে আসা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরাই বিজেপির (BJP) মদতে এই ষড়যন্ত্র করেছে। এনিয়ে জবাব দিতে ছাড়েনি সংগ্রামী যৌথ মঞ্চ। 


যেভাবেই হোক ভোটে জিততে হবে ! তাই ব্য়ালট ছিনতাই, ব্য়ালট পোড়ানো, ব্যালটে জল ঢেলে দেওয়া, এমনকী ব্য়ালট চিবিয়ে খাওয়ার পর্যন্ত অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনা ঘিরে চাপানউতোরের মাঝেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে (Narayanghar) উদ্ধার হল প্রচুর আধ-পোড়া ব্য়ালট। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার ৩ দিন পরে, নারায়ণগড় ব্লকের নেকুড়সেনি বিবেকানন্দ বিদ্যাভবনের পাশেই আধ পোড়া, গোছা গোছা ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। স্কুলেই ছিল পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) গণনাকেন্দ্র।


উদ্ধার হওয়া আধপোড়া ব্যালটের কোনওটায় তৃণমূলের প্রতীকে ছাপ মারা, কোনওটায় বিজেপির। মিলেছে ভোটিং সিলও। বিজেপির দাবি, প্রশাসনের সাহায্যে তৃণমূল যে ভোট লুঠ করেছে, আধপোড়া ব্যালটই তার প্রমাণ। নারায়ণগড়ের বিজেপি নেতা ও বিজেপি প্রার্থীর স্বামী দীপক মাইতির অভিযোগ, 'গতকাল আমি এসে দেখি আগুন লাগানো হয়েছে কাগজপত্রে। অন্ধকার হয়ে যাওয়ায় আমি পালিয়ে যাই। ছাপ্পা দিয়ে ভোট লুট করে জেতা হয়েছে। এইভাবে জেতান হয়েছে নিজেদের দলকে টিএমসি। পোড়ার মধ্য়েই এত, তাহলে কত হাজার হাজার ব্যালট এইভাবে পোড়ানো হয়েছে!'


বিরোধীরা এই অভিযোগ করলেও, ব্যালট-বিতর্কে বিরোধীদের 'ষড়যন্ত্র' দেখছে শাসক শিবির। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি মিহির চন্দ বলেছেন, 'সরকারি যৌথ মঞ্চ যারা নির্বাচন করাতে এসেছিলেন নির্বাচন প্রক্রিয়াকে কিভাবে বানচাল করা যায় তারা সবরকম চেষ্টা করেছেন। বেশ কিছু ব্যালট পেপারের পেছনে প্রিজাইডিং অফিসার সিগনেচার করেননি। যা কিছু চক্রান্ত যারা এই যৌথ মঞ্চ করেন তারাই ঘটাচ্ছেন। বিজেপির যৌথ মঞ্চে শুভেন্দু অধিকারী ছিলেন আর ওরাই এই সমস্ত করাচ্ছেন। যৌথ মঞ্চের কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন টাকে প্রহসনে পরিণত করাতে চাইছে বিজেপি'।


অভিযোগ খারিজ সংগ্রামী যৌথ মঞ্চের। মঞ্চের সদস্য প্রতাপকুমার পন্ডা বলেছেন, 'আমাদের দাবি দাওয়া অন্য়। আন্দোলন শুরু হয়েছে ৬ মাস আগে থেকে। তার মধ্য়েই নির্বাচন এসেছে। তৃণমূল ইচ্ছাকৃতভাবে বলছে। আমরা অরাজনৈতিক।' কীভাবে বিভিন্ন জায়গায় এত ব্যালট গণনাকেন্দ্রের বাইরে এল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে। হাইকোর্টে হাজিরা দিতে হয়েছে হাওড়ার বালি-জগাছা এবং হুগলির জাঙ্গিপাড়ার বিডিও-কে। এই পরিস্থিতি-তে নারায়ণগড়ে আধপোড়া ব্যালট উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড়।


আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial