কলকাতা: আগামী ২১ জুলাই মুক্তি পাবে জাহ্নবী কপূর ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি 'বাওয়াল'। আর এরইমধ্য়ে পরবর্তী ছবির শ্য়ুটিং-এর কাজ শুরু করে দিয়েছেন শ্রীদেবী কন্য়া। ছবির নাম 'উলাঝ'। বলিউডসূত্রের খবর, ১০ জুলাই টিম 'উলাঝ'-এর দিল্লিতে শ্য়ুটিং করার কথা ছিল কিন্তু, সেখানকার বন্য়া পরিস্থিতির জন্য় আপাতত পিছিয়ে গেল শ্য়ুটিং-এর কাজ।


উল্লেখ্য়, পুরানো দিল্লি, লাল কেল্লা, কুতুব মিনার, অন্যান্য স্মৃতিস্তম্ভ, লাজপত নগর বাজার এবং এই শহরের বিভিন্ন এলাকায় শ্য়ুটিং-এর কথা ছিল। দক্ষিণ দিল্লিতেও শুটিং করার ব্যাপক পরিকল্পনা ছিল।কিন্তু বন্য়ার কারণেই তা বাতিল করতে হল। জানা যাচ্ছে, অগাস্ট মাসের মাঝামাঝি ফের সেখানে গিয়ে শ্য়ুটিং-এর কথা ভাবছে ছবির টিম।


প্রসঙ্গত, 'উলাজ' ছবিটি একটি স্টাইলাইজড আন্তর্জাতিক থ্রিলার। জাহ্নবী কপূরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, এবং রোশন ম্যাথু, রাজেশ তাইলাং, মেইয়াং চ্যাং, শচীন খেদেকর, রাজেন্দ্র গুপ্ত এবং জিতেন্দ্র সহ বলিউডে বেশ কিছু পরিচিত মুখ।


আরও পড়ুন...


বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম


প্রসঙ্গত, অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল'। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে ট্রেলার। প্রথম থেকে সাধারণ প্রেম কাহিনির মনে হলেও শেষ দৃশ্যে এসে দেখানো হয়েছে দুই মুখ্য চরিত্র বন্দি এক নাৎজি জার্মান গ্যাস চেম্বারে। দেখা যাচ্ছে অনেক মানুষের সঙ্গে বন্দি দুই তারকা, এবং প্রত্যেকে খানিক বিশুদ্ধ বাতাসের জন্য হাঁসফাঁস করছেন। তখনই একজন চেম্বারের একমাত্র ছোট্ট খোলা জায়গাটিও বন্ধ করে দিলেন। দুই মুখ্য চরিত্রের গল্প গণহত্যার প্রেক্ষাপটে তৈরি, এবং যে ব্যক্তি চেম্বারের জানালা বন্ধ করলেন তাঁর পোশাক থেকে আন্দাজ করা যায় তিনি নাৎজি জার্মানির প্রতিনিধি। ট্রেলারে নেপথ্য কণ্ঠের মাধ্যমে শোনা যায় জাহ্নবী বলছেন যে 'খুব দেরি হওয়ার' আগে বরুণের ভালবাসা তাঁর বুঝে যাওয়া উচিত ছিল। 


উল্লেখ্য় এই ছবির এই টিজার প্রকাশ্যে আসার পর ট্যুইটারে একদল নেটিজেন তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এক নেটিজেন লেখেন, 'দাঁড়ান, শেষ দৃশ্যটা গণহত্যার ইঙ্গিত দিল? কিন্তু একটা প্রেমের গল্পে এই প্রসঙ্গ টানার অর্থ কী? যদি এটা নিয়ে ঠিকভাবে কাজ করা না যায় তাহলে প্রবল সমালোচনার ঝড় বয়ে যাবে। কোনও কিছুই ওই দুঃখজনক ঘটনাক সঙ্গে তুলনা করা যায় না।' অপর একজন লেখেন, 'গ্যাস চেম্বার? নাৎজি জার্মানি?'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial